গালিমপুর ইউনিয়ন, বরুড়া

গালিমপুর বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া উপজেলার একটি ইউনিয়ন[1]

গালিমপুর
ইউনিয়ন
১১নং গালিমপুর ইউনিয়ন পরিষদ
গালিমপুর
গালিমপুর
বাংলাদেশে গালিমপুর ইউনিয়ন, বরুড়ার অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১৬′ উত্তর ৯১°৪′ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকুমিল্লা জেলা
উপজেলাবরুড়া উপজেলা 
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৫৬০

জনসংখ্যা

জনসংখ্যা প্রায় ১৮,৫০০ জন।

অবস্থান ও সীমানা

বরুড়া উপজেলার দক্ষিণ-পূর্বাংশে গালিমপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তর-পূর্বে শিলমুড়ী দক্ষিণ ইউনিয়নশিলমুড়ী উত্তর ইউনিয়ন, উত্তরে বরুড়া পৌরসভা, পশ্চিমে শাকপুর ইউনিয়নভাউকসার ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে পয়ালগাছা ইউনিয়ন এবং দক্ষিণ-পূর্বে লাকসাম উপজেলার বাকই ইউনিয়নলালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

গালিমপুর ইউনিয়ন বরুড়া উপজেলার আওতাধীন ১১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বরুড়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৬নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৮ এর অংশ।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "বরুড়া উপজেলা"barura.comilla.gov.bd। ২০২০-০৭-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.