গায়ানা ফুটবল ফেডারেশন

গায়ানা ফুটবল ফেডারেশন (ইংরেজি: Guyana Football Federation; এছাড়াও সংক্ষেপে জিএফএফ নামে পরিচিত) হচ্ছে গায়ানার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯০২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৬৮ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৫৯ বছর পর ১৯৬১ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর গায়ানার রাজধানী জর্জটাউনে অবস্থিত।

গায়ানা ফুটবল ফেডারেশন
কনকাকাফ
প্রতিষ্ঠিত১৯০২ (1902)[1]
সদর দপ্তরজর্জটাউন, গায়ানা
ফিফা অধিভুক্তি১৯৭০[1]
কনকাকাফ অধিভুক্তি১৯৬১[2]
সভাপতিগায়ানা ওয়েন ফোর্ডে[3]
সহ-সভাপতিগায়ানা জুলিয়ান লোভেল
ওয়েবসাইটwww.guyanafootball.org

এই সংস্থাটি গায়ানার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে জিএফএফ এলিট লীগ, জিএফএফ জাতীয় সুপার লীগ এবং জিএফএফ মেয়রস কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে।[4] বর্তমানে গায়ানা ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন ওয়েন ফোর্ডে এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ইয়ান আলভেস।

কর্মকর্তা

৯ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[1]
অবস্থাননাম
সভাপতিওয়েন ফোর্ডে
সহ-সভাপতিজুলিয়ান লোভেল
সাধারণ সম্পাদকইয়ান আলভেস
কোষাধ্যক্ষকারিম জোন্স
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালকডেব্রা ফ্রাঞ্চিস
প্রযুক্তিগত পরিচালকইয়ান গ্রিনউড
ফুটসাল সমন্বয়কারী
জাতীয় দলের কোচ (পুরুষ)মার্সিও মাক্সিমো
জাতীয় দলের কোচ (নারী)আকিলাহ কাস্তেয়ো
রেফারি সমন্বয়কারীডিয়ন ইনিস

তথ্যসূত্র

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২১ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২০
  2. "GUYANA"। ১৭ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২০
  3. http://guyanachronicle.com/wayne-forde-guyanas-new-football-boss-team-integrity-triumphs/
  4. "Elite League looks to inject life into Guyanese domestic football"Kaieteuer News

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.