গায়ত্রী মহন্ত

গায়ত্রী মহন্ত (অসমীয়া: গায়ত্রী মহন্ত; জন্ম: ১৮ ফেব্রুয়ারি, ১৯৮২) ভারতের অসম রাজ্যের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী। ১৯৮২ সনের ১৮ ফেব্রুয়ারি মাসে শোণিতপুর জেলার বিশ্বনাথ চারিআলি নামক স্থানে গায়ত্রী মহন্তের জন্ম হয়েছিল। তিনি ১৯৯৫ সনে অনুষ্ঠিত নর্থ-ইষ্ট মেগা ফ্যাশনে অংশগ্রহণ করে প্রথমবার চলচ্চিত্রের জগতে প্রবেশ করেছিলেন। গায়ত্রী মহন্তের ছবি অসমের বিভিন্ন পত্রিকা ও আন্তরাষ্ট্রীয় পত্রিকায় শীর্ষক স্থান প্রাপ্ত করেছে।

গায়ত্রী মহন্ত
জন্ম১৪ ফেব্রুয়ারি ১৯৮২
জাতীয়তা ভারতীয়
পেশাঅভিনেত্রী
উচ্চতা৫.৪
দাম্পত্য সঙ্গীপবিত্র মার্ঘেরিটা

অভিনীত চলচ্চিত্র

বর্ষচলচ্চিত্রপরিচালকটোকা
২০০৪দীনবন্ধু (২০০৪ চলচ্চিত্র)মুনিন বরুয়া
২০১২জোনবাই
২০০৬দেউতা দিয়া বিদায়
২০১১পলে পলে উরে মনতিমথী দাস হাঞ্চে
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.