গাম্বিয়া ফুটবল ফেডারেশন

গাম্বিয়া ফুটবল ফেডারেশন (ইংরেজি: Gambia Football Federation; এছাড়াও সংক্ষেপে জিএফএফ নামে পরিচিত) হচ্ছে গাম্বিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৫২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১৬ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ১৪ বছর পর ১৯৬৬ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর গাম্বিয়ার বৃহত্তম শহর সেরেকুন্দায় অবস্থিত।

গাম্বিয়া ফুটবল ফেডারেশন
ক্যাফ
প্রতিষ্ঠিত১৯৫২ (1952)[1][2]
সদর দপ্তরসেরেকুন্দা, গাম্বিয়া
ফিফা অধিভুক্তি১৯৬৮[2]
ক্যাফ অধিভুক্তি১৯৬৬
সভাপতি লামিন কাবা বাজো
সহ-সভাপতি বাকারি জাম্মেহ
ওয়েবসাইটwww.gambiafa.com

এই সংস্থাটি গাম্বিয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে জিএফএ লীগ প্রথম বিভাগ, জিএফএ লীগ দ্বিতীয় বিভাগ এবং গাম্বীয় কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে।[3][4][5] বর্তমানে গাম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন লামিন কাবা বাজো এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন লামিন জাসি।

কর্মকর্তা

১৮ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[2]
অবস্থাননাম
সভাপতিলামিন কাবা বাজো
সহ-সভাপতিবাকারি জাম্মেহ
সাধারণ সম্পাদকলামিন জাসি
কোষাধ্যক্ষকেমো সিসে
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালকবাকারি বালদেহ
প্রযুক্তিগত পরিচালকসাং এনদং
ফুটসাল সমন্বয়কারীআলহাগি ফায়ে
জাতীয় দলের কোচ (পুরুষ)টম সেইন্টফিট
জাতীয় দলের কোচ (নারী)মারিয়ামা সোয়ে
রেফারি সমন্বয়কারীসিদি মান্নেহ

তথ্যসূত্র

  1. CAF and FIFA, 50 years of African football - the DVD, 2009
  2. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৪ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২০
  3. "Gambia Football Federation – Manifesto - The Point Newspaper, Banjul, The Gambia"। Thepoint.gm। ২০১৩-০৭-২৩। সংগ্রহের তারিখ ২০১৩-১২-০৬
  4. "Football in Gambia: Big dreams from Mustapha Kebbeh"। Daily Maverick। ২০১৩-০৯-৩০। সংগ্রহের তারিখ ২০১৩-১২-০৬
  5. "BBC Sport - Gambian FA dissolved by Sports Ministry"। Bbc.co.uk। ২০১২-০৩-০২। সংগ্রহের তারিখ ২০১৩-১২-০৬

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.