গাজী সোহেল
গাজী সোহেল (জন্ম: ১৩ আগস্ট ১৯৭৯) একটি বাংলাদেশী ক্রিকেট আম্পায়ার।[1]
ব্যক্তিগত তথ্য | |
---|---|
জন্ম | মুন্সীগঞ্জ, বাংলাদেশ | ১৩ আগস্ট ১৯৭৯
আম্পায়ারিং তথ্য | |
টি২০আই আম্পায়ার | ১ (২০১৮) |
উৎস: ইএসপিএন ক্রিকইনফো, ২০ ডিসেম্বর ২০১৮ |
আম্পায়ারিং ক্যারিয়ার
তিনি ২০১২ থেকে ২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেন। [2] ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচগুলিতে তিনি কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তে জড়িত ছিলেন। [3][4] নভেম্বর ২০১৮ সালে তিনি আম্পায়ারদের আইসিসি আন্তর্জাতিক প্যানেলে নির্বাচিত হয়েছিলেন। [5] ডিসেম্বর ২০১৮ সালে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরকালে তিনি আন্তর্জাতিক আম্পায়ার হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন। [6]
তথ্যসূত্র
- "Gazi Sohel"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৫।
- "Bangladesh Premier League, 1st Match: Comilla Victorians v Chittagong Vikings at Dhaka, Nov 8, 2016"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৬।
- Mohammad Isam। "Doleshwar-Abahani match postponed after incident with umpires"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৬।
- Mohammad Isam। "Sylhet lodge complaint after seven-ball over in tight loss"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৭।
- "Two more Bangladeshi umpires added to ICC's Umpire Panel"। Dhaka Tribune। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৮।
- "বাংলাদেশের দুই আম্পায়ারকে আইসিসির সুখবর"। Prothom Alo। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৮।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.