গাজী শামছুর রহমান
গাজী শামছুর রহমান (১৯২১ - ১২ আগস্ট, ১৯৯৮) একজন স্বনামধন্য বাংলাদেশী আইনবিদ ও আইন সংস্কারক, বিচারক, বাগ্মী, ভাষাবিদ, গ্রন্থকার, বিশিষ্ট কলামিস্ট এবং টেলিভিশন ও বেতার ব্যক্তিত্ব। তিনি বাংলায় আইন বিষয়ক গ্রন্থ রচনায় অগ্রণী ভূমিকা পালন করেন।[1] তার রচিত গ্রন্থ সংখ্যা শতাধিক। তিনি ১৯৮৫ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক-এ ভূষিত হন।[2]
গাজী শামছুর রহমান | |
---|---|
জন্ম | গাজী শামছুর রহমান ১৯২১ চুকনগর, ডুমুরিয়া, খুলনা, ব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশ) |
মৃত্যু | ১২ আগস্ট ১৯৯৮ ৭৬–৭৭) ঢাকা, বাংলাদেশ | (বয়স
পেশা | যুগ্ম সচিব, বিচারক, লেখক |
ভাষা | বাংলা |
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | বাংলাদেশ |
শিক্ষা | আইন |
শিক্ষা প্রতিষ্ঠান | আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় |
ধরন | প্রবন্ধ |
বিষয় | আইন, ইসলাম |
উল্লেখযোগ্য পুরস্কার | বাংলা একাডেমি পুরস্কার একুশে পদক |
দাম্পত্যসঙ্গী | বেগম জামাল আরা রহমান |
সন্তান | আইনুন নিশাত |
প্রাথমিক জীবন ও শিক্ষা
শামছুর রহমান ১৯২১ সালে বাংলাদেশের খুলনা জেলার ডুমুরিয়ার চুকনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে এলএলবি ও এলএলএম পাশ করেন।[3]
কর্মজীবন
শামছুর রহমান বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর জেলা জজ হিসেবে যোগদান করেন। সরকারের যুগ্ম সচিব হিসেবে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। এছাড়া বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট ও বাংলা একাডেমির চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন কিছুদিন।[3]
পারিবারিক জীবন
শামছুর রহমান বরিশাল জেলার চাখারের বেগম জামাল আরা রহমানকে বিয়ে করেন। বেগম জামাল সম্ভ্রান্ত পরিবারের উচ্চশিক্ষিত বিদুষী মহিলা।[2] তাদের সন্তান আইনুন নিশাত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। বর্তমানে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।[3]
গ্রন্থতালিকা
আইন বিষয়ক
- বাংলাদেশের আইনের ইতিহাস
- আইন দর্শনের ভাষ্য
- ভূমি আইনের ভাষ্য
- রেজিস্ট্রেশন আইনের ভাষ্য
- ষ্ট্যাম্প আইনের ভাষ্য
- সম্পত্তি হস্তান্তর আইনের ভাষ্য
- তামাদি আইনের ভাষ্য
- সরকারী পাওনা আদায় আইনের ভাষ্য
- সরকারী দাবী আদায়ের ভাষ্য -৩য় বর্ষ
- দেওয়ানী কার্যবিধির ভাষ্য
- ট্রাস্ট আইনের ভাষ্য
- দলিলের মডেল ও আইন
- চুক্তি আইনের ভাষ্য
- বাণিজ্যিক আইনের ভাষ্য
- পণ্য বিক্রয় আইনের ভাষ্য
- অংশীদারী আইনের ভাষ্য
- পারিবারিক আদালত আইন
- ওয়াকফ্ আইনের ভাষ্য
- কোর্ট ফি ও স্যুট ভ্যালুয়েশন আইনের ভাষ্য
- আরজি-জবাবের আইন ও মডেল
- দণ্ডবিধির ভাষ্য
- খুনের আইনের ভাষ্য
- সাক্ষ্য আইনের ভাষ্য
- ফৌজদারী কার্যবিধির ভাষ্য
- বাংলাদেশ পুলিশ হ্যান্ড বুক
- বাংলাদেশের পুলিশ প্রবিধানের ভাষ্য-১
- বাংলাদেশের পুলিশ প্রবিধানের ভাষ্য-২
- বাংলাদেশের কপিরাইট আইন
- সংবাদ বিষয়ক আইন
- মাইনর এ্যাক্টস্
- বাংলাদেশের আইনে শিশু প্রসঙ্গ
- নারী ও শিশু নির্যাতন আইনের ভাষ্য
- চিকিৎসা আইনবিদ্যা ও বিষবিদ্যা
- সুনির্দিষ্ট প্রতিকার আইনের ভাষ্য
- মোটরযান আইন
- ঐতিহাসিক মামলার বিচার
- রাষ্ট্রদ্রোহিতা
- মানহানি
- অশ্লীলতা
ইসলামিক আইন
- মুসলিম আইনের ভাষ্য
- মুসলিম পরিবার আইনসমূহের ভাষ্য
- ফারায়েজ আইন
- বিধিবদ্ধ ইসলামী আইন ১ম খণ্ড (২য় ভাগ ও ৩য় ভাগ)
হিন্দু আইন
- হিন্দু আইন
- হিন্দু আইনের ভাষ্য
- হিন্দু আইনে উত্তরাধিকার
- হিন্দু আইনে বিবাহ, দত্তক, অভিভাবক ও ভরণপোষণ
- হিন্দু আইনে যৌথ সম্পত্তি ও উহার হস্তান্তর
ইসলামিক গ্রন্থ
- নবী করিম (দঃ)- এর কথা
- ইসলামের পঞ্চস্তম্ভ
রম্যরচনা
- আদালতের কৌতুক
- লেখা নিয়ে মামলা
স্মৃতিকথা
- বিচারক জীবনের স্মৃতিচারণ
বিবিধ
- চরম ব্যর্থতা
মৃত্যু
শামছুর রহমান ১৯৯৮ সালের ১২ আগস্ট ঢাকায় মারা যান।[2]
তথ্যসূত্র
- কাজী এবাদুল হক (৯ ফেব্রুয়ারি ২০১২)। "একুশের চাওয়া একুশের পাওয়া - বাংলায় আইন রচনা"। দৈনিক প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। ২০১৮-০৫-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৬।
- এ কে বোরহানউদ্দিন (১২ আগস্ট ২০১২)। "মানবতাবাদী ও স্বাধীনচেতা আইনজ্ঞ"। দৈনিক সমকাল। ঢাকা, বাংলাদেশ। ২৪ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৬।
- এ কে এম জাকারিয়া (৫ জুন ২০১০)। "আইনুন নিশাত - পানি নিয়ে ভাবনা"। দৈনিক প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। ৮ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৬।