গাজী আবদুল হাকিম
গাজী আবদুল হাকিম বাংলাদেশী মুক্তিযোদ্ধা ও বংশীবাদক। ২০২৩ সালে বাংলাদেশ সরকার তাকে শিল্পকলায় একুশে পদকের জন্য মনোনীত করেন।[1]
গাজী আবদুল হাকিম | |
---|---|
জন্ম | খুলনা জেলা |
জাতীয়তা | বাংলাদেশী |
উল্লেখযোগ্য পুরস্কার | একুশে পদক (২০২৩) |
জন্ম ও প্রাথমিক জীবন
গাজী আবদুল হাকিমের জন্ম খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চেঁচুড়ী গ্রামে। তার পিতা মো: সাদেক আলী গাজী ও মাতা সকিনা বেগম। দশম শ্রেণির ছাত্র থাকা অবস্থায় ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন।
জীবনী
গাজী আবদুল হাকিম ১৯৭৪ সালে বাঁশিশিল্পী হিসেবে খুলনা বেতারে যোগ দেন। ১৯৮৪ সালে তিনি ঢাকা বেতারে যোগ দেন। একই সময়ে যোগ দেন আলাউদ্দিন লিটল অর্কেস্ট্রাতে। রেডিওর পাশাপাশি শুরু হয় চলচিত্র আর অডিও অ্যালবামে নিয়মিত বাঁশি বাজানো। ১৯৯৪ সালে লন্ডনে হাউজ অফ কমন্সে পারফর্ম করেছেন। দেশ-বিদেশে প্রায় ২৫টির মতো বাঁশির অডিও অ্যালবাম প্রকাশ পেয়েছে এই বাঁশিশিল্পীর।[2][3]
তিনি বাংলাদেশ মিউজিশিয়ান ফাউন্ডেশনের সভাপতি ও জাসাসের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা।
তথ্যসূত্র
- "একুশে পদক পাচ্ছেন ২১ ব্যক্তি-প্রতিষ্ঠান"। জাগো নিউজ.কম। ১২ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২৩।
- কবির বকুল (৪ ফেব্রুয়ারি ২০১৬)। "গাজীর বাঁশি"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২৩।
- জাহিদ আকবর (২২ সেপ্টেম্বর ২০২০)। "শুধু বাঁশিবাদকই হতে চেয়েছিলাম: গাজী আবদুল হাকিম"। দ্য ডেইলি স্টার।