গাজীপুর জেলা
গাজীপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। অবস্থানগত কারণে এটি বাংলাদেশের একটি বিশেষ শ্রেণীভুক্ত জেলা।[2] ইতিহাস আর ঐতিহ্যের সংশ্লেষে কালোত্তীর্ণ মহিমায় আর বর্ণিল দীপ্তিতে ভাস্বর অপার সম্ভাবনায় ভরপুর গাজীপুর জেলা। মোগল - ব্রিটিশ - পাকিস্তান আমলে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গাজীপুরের রয়েছে বীরত্বপূর্ণ ভূমিকা। ১৯৭১ সালের ১৯ মার্চ মহান মুক্তিযুদ্ধের সূচনা পর্বে গাজীপুরেই সংঘটিত হয় প্রথম সশস্ত্র প্রতিরোধযুদ্ধ। গাজীপুরে রয়েছে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের সদর দপ্তরসহ ১৯টি কেপি আই, ৫টি বিশ্ববিদ্যালয়, ২টি ক্যান্টনমেন্ট ও দেশের একমাত্র হাইটেক পার্কসহ বহু সংখ্যক সরকারি, স্বায়ত্বশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান এবং ক্ষুদ্র/মাঝারী ও ভারী শিল্প কারখানাসহ দেশের তৈরী পোশাক শিল্পের বিরাট অংশ। গাজীপুর সিটি কর্পোরেশন বাংলাদেশের সবচেয়ে বড় সিটি করপোরেশন, যার আয়তন ৩৩০ বর্গকিমি।গাজীপুরের মধ্যেই দেশের ৭৫ শতাংশ গার্মেন্টস শিল্প অবস্থিত। মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সবচেয়ে বড় ও সরকার স্বীকৃত একমাত্র জাতীয় উদ্যান ভাওয়াল জাতীয় উদ্যান ও এশিয়া মহাদেশের সবচেয়ে বড় সাফারি পার্ক বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুরে অবস্থিত। বাংলাদেশের একমাত্র টাকশাল বা টাকা তৈরির কারখানা, যেখানে দেশের সকল টাকা তৈরি করা হয় তা গাজীপুরে অবস্থিত। বাংলাদেশের একমাত্র অস্ত্র তৈরির কারখানাও গাজীপুরে অবস্থিত। বাংলাদেশের ১৩টি কেন্দ্রীয় কারাগারের মধ্যে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার গাজীপুরে অবস্থিত। গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট ও বাংলাদেশ তুলা গবেষণা ইন্সটিটিউট অবস্থিত। এছাড়াও বাংলাদেশের একমাত্র সমরাস্ত্র কারখানা গাজীপুর জেলায় অবস্থিত। [3]
গাজীপুর | |
---|---|
জেলা | |
বাংলাদেশে গাজীপুর জেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°০′০″ উত্তর ৯০°২৫′৪৮″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
প্রতিষ্ঠা | ১৯৮৪ সালের ১লা মার্চ |
সংসদীয় | ৪টি |
আয়তন | |
• মোট | ১,৭৭০.৫৮ বর্গকিমি (৬৮৩.৬২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০২২)[1] | |
• মোট | ৪৪,০৩,৯১২ |
• জনঘনত্ব | ২,৫০০/বর্গকিমি (৬,৪০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৮০.৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ৩৩ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
ভৌগোলিক সীমানা
গাজীপুর জেলার উত্তরে ময়মনসিংহ জেলা ও কিশোরগঞ্জ জেলা, দক্ষিণে ঢাকা জেলা ও নারায়ণগঞ্জ জেলা, পূর্বে কিশোরগঞ্জ জেলা ও নরসিংদী জেলা এবং পশ্চিমে ঢাকা জেলা ও টাঙ্গাইল জেলা অবস্থিত।[4]
প্রশাসনিক এলাকাসমূহ
গাজীপুর জেলায় ৫টি উপজেলা রয়েছে; এগুলো হলো:
এছাড়াও গাজীপুর শহর সিটি কর্পোরেশন এর অন্তর্ভুুক্ত।
ইতিহাস
গাজীপুর সদর, শ্রীপুর, কালিয়াকৈর, কালিগঞ্জ ও কাপাসিয়া এই ৫টি উপজেলা নিয়ে ঢাকা জেলা থেকে বিভক্ত হয়ে ১৯৮৪ সালের ১ মার্চ গাজীপুর জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। [3] ঐতিহাসিকরা মনে করেন যে মহম্মদ বিন তুঘলকের শাসনকালে গাজী নামে এক কুস্তিগীর এখানে থাকতো আর তার নাম থেকেই সম্ভবত এই অঞ্চলের নাম হয়েছে গাজীপুর। আবার এই মতের বিরোধিতা করে অনেকে বলেন যে সম্রাট আকবরের সেনাপতি ঈশা খাঁর ছেলে ফজল গাজীর নামে এই জনপদের নামকরণ করা হয়েছে।
শিক্ষা
- বিশ্ববিদ্যালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়
- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
- বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়
- দারুল ইহসান ইসলামিক ইউনিভার্সিটি
- ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি
- ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়
- ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ
- টংগী সরকারি কলেজ
- কোনাবাড়ী বিশ্ববিদ্যালয় কলেজ
- গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ
- গাজীপুর আইডিয়াল কলেজ
- গাজীপুর সরকারি মহিলা কলেজ
- পুবাইল ডিগ্রি কলেজ
- দারুসসালাম ফাজিল মাদ্রাসা
- কাজী আজিম উদ্দীন কলেজ
- আব্দুল আউয়াল বিশ্ববিদ্যালয় কলেজ
- শ্রীপুর বীর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ, শ্রীপুর, গাজীপুর।
- রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়
- রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রাজেন্দ্রপুর, গাজীপুর।
- হাতিমারা হাই স্কুল এন্ড কলেজ
- কাশিমপুর হাই স্কুল এন্ড কলেজ
- জামালপুর ডিগ্রী কলেজ
- জামালপুর আরএম বিদ্যাপীঠ
- বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়
- পিরুজালী আদর্শ উচ্চ বিদ্যালয়
- পিরুজালী উচ্চ বিদ্যালয়
- পিরুজালী আমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পিরুজালী আমানিয়া ফাজিল (বি.এ) মাদ্রাসা
- যোগীরছিট উচ্চ বিদ্যালয়
- আলহাজ্ব ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, বেড়াইদের চালা, শ্রীপুর, গাজীপুর।
- আক্কেল আলী উচ্চ বিদ্যালয়।
- হাবেজ উদ্দিন সরকার কলেজ।
- প্রফেসর এম ই এইচ আরিফ উচ্চ বিদ্যালয়।
- গাজীপুর উচ্চ বিদ্যালয় ,শ্রীপুর,গাজীপুর।
- ইমপো এ্যাঞ্জেলস্ স্কুল, চান্দনা চৌরাস্তা, গাজীপুর।
- ভাওয়াল মির্জাপুর কলেজ।
- কালিয়াকৈর বিশ্ববিদ্যালয় কলেজ, কালিয়াকৈর
দর্শনীয় স্থান
- ভাওয়াল রাজবাড়ী, জয়দেবপুর
- রথখোলা, জয়দেবপুর
- ১৯শে মার্চ ডিজিটাল শিশু পার্ক, জয়দেবপুর
- ইন্দ্রাকপুর (প্রাচীন রাজধানী), শ্রীপুর
- উধুর জগন্নাথদেবের বিগ্রহ মন্দির, পূবাইল
- বলধার জমিদার বাড়ী, বাড়ীয়া
- টোক বাদশাহী মসজিদ, কাপাসিয়া
- পূবাইল জমিদার বাড়ী, পূবাইল
- সেন্ট নিকোলাস চার্চ, কালীগঞ্জ
- শ্রীফলতলী জমিদার বাড়ী, কালিয়াকৈর.
- বলিয়াদী জমিদার বাড়ী, বলিয়াদী, কালিয়াকৈর.
- ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী, জয়দেবপুর
- শৈলাট, শ্রীপুর
- কাশিমপুর জমিদার বাড়ী, গাজীপুর সদর
- দত্তপাড়া জমিদার বাড়ী, টঙ্গী
- টঙ্গী নদী বন্দর,টঙ্গী
- কপালেশ্বর (ধ্বংসপ্রাপ্ত পুরাকীর্তি), রাজা শিশু পালের রাজধানী
- একডালা দুর্গ, কাপাসিয়া
- মীর জুলমার সেতু, টঙ্গী
- সাকাশ্বর স্তম্ভ, কালিয়াকৈর [5]
- উধুর জগন্নাথদদেবের বিগ্রহ মন্দির
- ভাওয়াল রাজবাড়ী
- দত্তপাড়া জমিদার বাড়ি
- বলধা জমিদার বাড়ি
- ভাওয়াল জাতীয় উদ্যান
- আনসার একাডেমী, সফিপুর
- নুহাশ পল্লী
- জাগ্রত চৌরঙ্গী
- ২নং গাজীপুর ইউনিয়ন ,শ্রীপুর,গাজীপুর।
- বলিয়াদী জমিদার বাড়ী
- শ্রীফলতলী জমিদার বাড়ী
- কাশিমপুর জমিদার বাড়ি
- নাগবাড়ী, চান্দনা, চৌরাস্তা।
- নাগরী, পাঞ্জুরা চার্চ
- রাংগামাটিয়া, তুমিলিয়া, কালীগঞ্জ
- বঙ্গবন্ধু সাফারি পার্ক
- মন পুড়া পার্ক, কাশিমপুর,গাজীপুর
- নাগরী টেলেন্টিনুর সাধু নিকোলাসের গীর্জা
- বড় ভূঁইয়া বাড়ী, লুটিয়ারচালা, ভবানীপুর, গাজীপুর
- সোহাগ পল্লী
- আনন্দ পার্ক
- ঢাকা রিসোট
- রাঙ্গামাটি ওয়াটার ফ্রন্ট
- প্যাদা_টিং_টিং, মীরবহর, চান্দনা, চৌরাস্তা, গাজীপুর
- বঙ্গবন্ধু স্যাটেলাইট
- পূর্বাচল
- ভাদুন
- কানাইয়া
- জিন্দা পার্ক
- ওয়াদ্দাদীঘী , শ্রীপুর, গাজীপুর।
- ষড়ঋতু ভিলেজ , ফুলবাড়িয়া,কালিয়াকৈর।
এছাড়াও কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের বাঁশতলী নামক গ্রামে সাম্প্রতিককালে ৩০০ বছরের পুরানো একটি সাদা পাকুড় গাছ আবিস্কৃত হয়েছে যা এ পর্যন্ত বাংলাদেশের আর কোথাও দেখা যায় নি। গাছটিকে ঘিরে পর্যটনশিল্প গড়ে উঠার সম্ভাবনা রয়েছে।[6]
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
- মেঘনাদ সাহা (৬ অক্টোবর, ১৮৯৩ – ফেব্রুয়ারি ১৬,১৯৫৬) ছিলেন একজন জ্যোতির্পদার্থবিজ্ঞানী যিনি পদার্থবিজ্ঞানে থার্মাল আয়নাইজেসন তত্ত্বের প্রতিষ্ঠাতা হিসেবে বিখ্যাত। তার আবিষ্কৃত সাহা আয়োনাইজেসন সমীকরণ নক্ষত্রের রাসায়নিক ও ভৌত ধর্মাবলী ব্যাখ্যায় ব্যবহৃত হয়।
- মোঃ সামসুল হক, স্বাধীন বাংলা ফুটবল দলের প্রতিষ্ঠাতা সভাপতি[7]
- ফকির শাহাবুদ্দীন, বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল।
- তাজউদ্দিন আহমেদ [বিএল], বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী।
- ব্রিগেডিয়ার এএসএম হান্নান শাহ [বিএনপি], বাংলাদেশ পাটমন্ত্রী।
- আহসানউল্লাহ মাস্টার রাজনীতিবিদ।
- এম জাহিদ হাসান - পদার্থবিদ, ভাইল ফার্মিয়ন কণার আবিষ্কারক। ল ফার্মিয়ন কণার আবিষ্কারক।
- আবু জাফর শামসুদ্দীন-বাংলাদেশ সাবেক পাটমন্ত্রী
- আর্চবিশপ পৌলিনুস ডি কস্তা, বাংলাদেশের প্রাক্তন সর্বোচ্চ ক্যাথলিক ধর্মীয় নেতা।
- আ.ক.ম মোজাম্মেল হক- এমপি (গাজীপুর ১) এবং মাননীয় মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
- জাহিদ আহসান রাসেল - এমপি গাজীপুর আসন নং ২ ও মাননীয় প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
- আনিছুর রহমান মিঞা- সচিব।
- মেহের আফরোজ চুমকি - রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য।
- সিমিন হোসেন রিমি- সাংসদ গাজীপুর আসন নং ৪।
- রহমত আলী রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী,গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
- ইকবাল হোসেন সবুজ সাংসদ গাজীপুর আসন নং ৩
- চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকী: বাংলাদেশী রাজনীতিবিদ।
- মোহাম্মদ ওবাইদ উল্লাহ: রাজনীতি।
- সৈয়দা জোহরা তাজউদ্দীন: বাংলাদেশী মহিলা রাজনীতিবিদের মধ্যে অন্যতম।
- রুমানা আলী: রাজনীতিবিদ ও বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য মহিলা আসন।
- ফকির আবদুল মান্নান শাহ: রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী।
- মোহাম্মদ শহীদুল্লাহ (গাজীপুরের রাজনীতিবিদ): বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য (সাবেক)।
- এ কে এম ফজলুল হক মিলন: রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য।
- মোহাম্মদ সানাউল্লাহ (চিকিৎসক): সাবেক সংসদ সদস্য।
- এম. এ. মান্নান (গাজীপুরের রাজনীতিবিদ), বাংলাদেশের রাজনীতিবিদ এবং গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র, সাবেক মন্ত্রী।
- মোহাম্মদ ময়েজউদ্দিন: আগরতলা ষড়যন্ত্র মামলার পরিচালনাকারী।
- জাহাঙ্গীর আলম (রাজনীতিবিদ): সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও মেয়র।
- হাসান উদ্দিন সরকার সাবেক সাংসদ, গাজীপুর আসন নং ২।
- তানজিম আহমেদ সোহেল তাজ সাবেক প্রতিমন্ত্রী, বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তথ্যসূত্র
- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। "এক নজরে জেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৩ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৪। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - "জেলাগুলোর শ্রেণি হালনাগাদ করেছে সরকার"। বাংলানিউজ২৪। ১৭ আগস্ট ২০২০। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২০।
- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। "জেলার পটভূমি"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৬ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৪। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। "পুরাকীর্তির সংক্ষিপ্ত বর্ণনা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৪ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৪। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - "৩০০ বছর পর নামকরণ - দৈনিক কালের কন্ঠ (২৩ মে ২০১৫)"। ২৭ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৬।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৩ ফেব্রুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১২।