গাজীপুর-২

গাজীপুর-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি গাজীপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৯৫ নং আসন।

গাজীপুর-২
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাগাজীপুর জেলা
বিভাগঢাকা বিভাগ
মোট ভোটার৭,৪৫,৮৪১ (২০১৮)[1]
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদজাহিদ আহসান রাসেল

সীমানা

গাজীপুর-২ আসনটি গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯ থেকে ৩৮ নং ওয়ার্ড ও ৪৩ থেকে ৫৭ নং মোট ৩৫টি ওয়ার্ড এবং গাজীপুর ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত।[2]

নির্বাচিত সাংসদ

নির্বাচনসদস্যদল
১৯৮৬ হাসান উদ্দিন সরকার জাতীয় পার্টি[3][4]
১৯৯১ এম. এ. মান্নান বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ফেব্রুয়ারি ১৯৯৬ এম. এ. মান্নান বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ আহসানউল্লাহ মাস্টার বাংলাদেশ আওয়ামী লীগ
২০০১ আহসানউল্লাহ মাস্টার বাংলাদেশ আওয়ামী লীগ
২০০৪ উপ-নির্বাচন জাহিদ আহসান রাসেল বাংলাদেশ আওয়ামী লীগ
২০০৮ জাহিদ আহসান রাসেল বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ জাহিদ আহসান রাসেল বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ জাহিদ আহসান রাসেল বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

২০১০-এর দশকে নির্বাচন

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে জাহিদ আহসান রাসেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[5]

২০০০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০০৮: গাজীপুর-২[6][7]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ জাহিদ আহসান রাসেল ২,৬৪,৭১০ ৬৪.৩
বিএনপি হাসান উদ্দিন সরকার ১,৩৯,২৭৮ ৩৩.৮
ইসলামী আন্দোলন কাজী মোঃ শওকত উল্লাহ ৩,৮৪৯ ০.৯
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (বাংলাদেশ) নাজিম উদ্দিন আহমেদ ১,২৮১ ০.৩
কমিউনিস্ট পার্টি জিয়াউল কবির ১,০১৬ ০.২
তরিকত ফেডারেশন সৈয়দ আবু দাউদ মসনবি হায়দার ৮৯৯ ০.২
কেএসজেএল শেখ মোঃ মাসুদুল আলম ২৪৬ ০.১
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নাসির উদ্দিন খান ২২৫ ০.১
বাসদ আব্দুল কাইয়ুম ১৮৯ ০.০
সংখ্যাগরিষ্ঠতা ১,২৫,৪৩২ ৩০.৫
ভোটার উপস্থিতি ৪,১১,৬৯৩ ৭৮.১
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে

২০০৪ সালের ৭ মে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত হন আহসানউল্লাহ মাস্টার। আগস্টের উপ-নির্বাচনে তার ছেলে জাহিদ হোসেন রাসেল নির্বাচিত হয়।

সাধারণ নির্বাচন ২০০১: গাজীপুর-২[8]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ আহসানউল্লাহ মাস্টার ১,৫৯,১২৫ ৪২.৭ +৫.৭
স্বতন্ত্র এম এ মান্নান ৮৭,৬৯১ ২৩.৫ প্র/না
বিএনপি হাসান উদ্দিন সরকার ৮৫,৭৮১ ২৩.০ -৭.৯
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট কাজী মাহমুদ হাসান ৩৮,২০০ ১০.২ প্র/না
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-খালেকুজ্জামান) মো: ওসমান আলী ১,৩৫৫ ০.৪ প্র/না
গণফোরাম রফিকুল ইসলাম ২৮০ ০.১ ০.০
কেএসজেএল মো: মাসুদুল আলম ২৬৯ ০.১ প্র/না
জাতীয় পার্টি শেখ আব্দুল মজিদ ২৫০ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৭১,৪৩৪ ১৯.২ +১৮.৬
ভোটার উপস্থিতি ৩,৭২,৯৫১ ৬৯.০ -৬.৯
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: গাজীপুর-২[8]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ আহসানউল্লাহ মাস্টার ৯৪,৭৩২ ৩৭.০ ০.০
বিএনপি এম এ মান্নান ৭৯,১৬৮ ৩০.৯ -২৩.৫
জাতীয় পার্টি হাসান উদ্দিন সরকার ৭১,৫২৮ ২৭.৯ +২৪.৩
জামায়াতে ইসলামী মো: আবুল হাশেম ৫,৫৪৩ ২.২ +০.৫
ইসলামী ঐক্য জোট নুর হোসেন নুরানি ১,৩৪৩ ০.৫ প্র/না
জাকের পার্টি হাফিজ উদ্দিন সরকার ১,১৭৫ ০.৫ -০.৮
স্বতন্ত্র শাহাজুদ্দিন সরকার ৬৯২ ০.৩ প্র/না
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (খালেকুজ্জামান) ওসমান আলী ৫৩৮ ০.২ -০.৭
স্বতন্ত্র আবু বক্কর সিদ্দিক ৩৭৮ ০.১ প্র/না
বিকেএ রমজান আলী ২৯১ ০.১ -০.২
গণফোরাম ছামছুন্নাহার ভুইয়া ২৬৩ ০.১ প্র/না
বাংলাদেশ জনতা পার্টি আবুল কালাম আজাদ চৌধুরী ২৩০ ০.১ প্র/না
জাসদ (রব) সারু মিয়া ৯১ ০.০ প্র/না
স্বতন্ত্র আতাউর রহমান ৮২ ০.০ প্র/না
স্বতন্ত্র নাসির উদ্দিন সরকার ৭১ ০.০ প্র/না
স্বতন্ত্র লাইজ উদ্দিন মোল্লা ৬২ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১৫,৫৬৪ ০.৬ -১৬.৮
ভোটার উপস্থিতি ২,৫৬,১৮৭ ৭৫.৯ +১৪.১
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১: গাজীপুর-২[8]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি এম এ মান্নান ৯৭,৫৯৭ ৫৪.৪
আওয়ামী লীগ একেএম মোজাম্মেল হক ৬৬,৪১৮ ৩৭.০
জাতীয় পার্টি ফিরোজ খান ৬,৪৪৪ ৩.৬
জামায়াতে ইসলামী আবু সাদেক মোঃ নাজিবুল্লাহ ৩,০৯৮ ১.৭
জাকের পার্টি হাফিজ উদ্দিন সরকার ২,৪০৪ ১.৩
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (খালেকুজ্জামান) ওসমান আলী ১,৬৭৫ ০.৯
ওয়ার্কার্স পার্টি নুরুল আনোয়ার ৭৬৯ ০.৪
জাসদ আজমত আলী ৫৮৩ ০.৩
বিকেএ শিহাব উদ্দিন ৫৬৩ ০.৩
সংখ্যাগরিষ্ঠতা ৩১,১৭৯ ১৭.৪
ভোটার উপস্থিতি ১,৭৯,৫৫১ ৬১.৮
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে

তথ্যসূত্র

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫
  3. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  4. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  5. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮
  6. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮
  7. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮
  8. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.