গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়

গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় গাইবান্ধা জেলায় অবস্থিত একটি হাই স্কুল। এটি বাংলাদেশের পুরাতন স্কুলের মধ্যে অন্যতম।

গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়
অবস্থান
Map
স্কুল লেন,গাইবান্ধা সদর


স্থানাঙ্ক২৫.২৫° উত্তর ৮৯.৫০° পূর্ব / 25.25; 89.50
তথ্য
ধরনউচ্চ বিদ্যাললয়
প্রতিষ্ঠাকাল১৮৮৫ (1885) (সরকারি করণ ১৯৬৮)
বিদ্যালয় জেলাগাইবান্ধা
বিদ্যালয় কোড৬০০০[1]
ইআইআইএন১২১১০১
অধ্যক্ষজনাবা সাহানা বানু
লিঙ্গছেলে
ভর্তি১,৩০০
গড় শ্রেণীর আকার৬-১০
ভাষাবাংলা
ক্যাম্পাসের ধরনশহর
ক্রীড়াFootball, cricket, volleyball
ওয়েবসাইটggbhs.edu.bd

ইতিহাস

গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়টি ১৮৮৫ সালে স্থাপিত হয়। বিদ্যালয়টি গাইবান্ধা প্রধান ডাকঘরের দক্ষিণে ছোট্ট একটি বাড়িতে ছিল। যে বাড়িটি বামনডাঙ্গার তৎকালীন জমিদার বিদ্যানুরাগী শরৎ চন্দ্র রায় চৌধুরী দান করেন। বিদ্যালয়টিতে জমিদার বাবুর জমির পরিমান ৬ একর ৬৮ শতাংশ। তৎকালীন রংপুর জেলা প্রশাসক জে,এন দাস গুপ্ত ও গাইবান্ধা মহকুমা প্রশাসক জেসি দত্ত মহাশয়ের অক্লান্ত পরিশ্রমের দরুন জনসাধারণের চাঁদা ও দানের অর্থ দিয়ে মূল বিদ্যালয় ভবনটি তৈরি হয়েছিল। ১৯৬৮ সালে ১ মে তারিখ হতে এটি সরকারের নিয়ন্ত্রণাধীনে আসে। এর পূর্বে বিদ্যালয়টি এইচ ই লোকাল ও মডেল হাই স্কুল নামে পরিচিত ছিল। পরবর্তী পর্যায়ে বিদ্যালয়টি গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় নামে সুপ্রতিষ্ঠার সঙ্গে পরিচিত লাভ করে।[2]

তথ্যসূত্র


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.