গাইবান্ধা-৪
গাইবান্ধা-৪ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি গাইবান্ধা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৩২নং আসন।
গাইবান্ধা-৪ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | গাইবান্ধা জেলা |
বিভাগ | রংপুর বিভাগ |
মোট ভোটার | ৩,৮৬,২৪৬ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
বর্তমান সাংসদ | মনোয়ার হোসেন চৌধুরী |
সীমানা
গাইবান্ধা-৪ আসনটি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা নিয়ে গঠিত।[2]
নির্বাচিত সাংসদ
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০১৪: গাইবান্ধা-৪[5][6] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
স্বতন্ত্র | আবুল কালাম আজাদ | ৯৮,৫৪৬ | ৬০.৪ | প্র/না | ||
আওয়ামী লীগ | মনোয়ার হোসেন চৌধুরী | ৬৪,৬১৪ | ৩৯.৬ | -১২.৫ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩৩,৯৩২ | ২০.৮ | -৬.১ | |||
ভোটার উপস্থিতি | ১,৬৩,১৬০ | ৪৬.৩ | -৪৩.২ | |||
আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র অর্জন করে | ||||||
২০০০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০০৮: গাইবান্ধা-৪[7][8] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | মনোয়ার হোসেন চৌধুরী | ১,৪৫,২০১ | ৫২.১ | |||
জামায়াতে ইসলামী | আবদুর রহিম সরকার | ৭০,১১১ | ২৫.১ | |||
জাতীয় পার্টি | মোহাম্মদ আলী মাহবুব তালুকদার | ৪৯,০৪০ | ১৭.৬ | |||
স্বতন্ত্র | শামীম কায়সার লিংকন | ১২,৭২০ | ৪.৬ | |||
বাংলাদেশ কল্যাণ পার্টি | মো. মজিবর রহমান | ৯০৬ | ০.৩ | |||
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (বাংলাদেশ) | মোঃ আবু তালেব মণ্ডল | ৯০৩ | ০.৩ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৭৫,০৯০ | ২৬.৯ | ||||
ভোটার উপস্থিতি | ২,৭৮,৮৮১ | ৮৯.৫ | ||||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
২০০৬ সালের মার্চে আবদুল মোত্তালেব আকন্দ মারা যান। বিএনপির শামীম কায়সার লিংকন ২০০৬ সালের উপ-নির্বাচনে নির্বাচিত হন।[9]
সাধারণ নির্বাচন ২০০১: গাইবান্ধা-৪[10] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | আব্দুল মোত্তালেব আকন্দ | ৯৬,১০৮ | ৪১.০ | +২৯.৫ | ||
আওয়ামী লীগ | মোঃ মোজাম্মেল হোসেন প্রধান | ৭৫,১০৬ | ৩২.০ | +৩.৮ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | লুৎফর রহমান চৌধুরী | ৬৩,২৯৬ | ২৭.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২১,০০২ | ৯.০ | -১.৭ | |||
ভোটার উপস্থিতি | ২,৩৪,৫১০ | ৮০.৫ | +৬.০ | |||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে | ||||||
১৯৯০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: গাইবান্ধা-৪[10] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
জাতীয় পার্টি | লুৎফর রহমান চৌধুরী | ৬৭,৪১৯ | ৩৮.৯ | +২.৯ | |
আওয়ামী লীগ | মোঃ তোজাম্মল হোসেন প্রধান | ৪৮,৯১৯ | ২৮.২ | +১১.৩ | |
জামায়াতে ইসলামী | এ.কে. আফাজ উদ্দিন আহমেদ | ২৫,২৭৮ | ১৪.৬ | -৭.৯ | |
বিএনপি | মোঃ আব্দুল মান্নান মণ্ডল | ১৯,৮৬০ | ১১.৫ | +৫.৩ | |
স্বতন্ত্র | মোঃ মজিবুর রহমান | ৪,২৭২ | ২.৫ | প্র/না | |
জাসদ | আবুল কালাম আজাদ | ৩,৭২০ | ২.১ | +০.২ | |
স্বতন্ত্র | ফেরদৌস আলম | ১,২২৫ | ০.৭ | প্র/না | |
জাকের পার্টি | এনামুল কবীর তোরাব | ১,০৭৯ | ০.৬ | -০.৯ | |
স্বতন্ত্র | শেখ সাদেক | ৪২৭ | ০.২ | প্র/না | |
স্বতন্ত্র | মোঃ মজিবুর রহমান | ৪০৭ | ০.২ | প্র/না | |
জাসদ (রব) | মোঃ আবদুস সামাদ | ৩৬০ | ০.২ | -০.৩ | |
গণফোরাম | মোঃ নূরুল ইসলাম সরকার | ২৫৪ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১৮,৫০০ | ১০.৭ | -২.৭ | ||
ভোটার উপস্থিতি | ১,৭৩,২২০ | ৭৪.৫ | +১৯.১ | ||
জাতীয় পার্টি নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
সাধারণ নির্বাচন ১৯৯১: গাইবান্ধা-৪[10] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
জাতীয় পার্টি | লুৎফর রহমান চৌধুরী | ৪৪,৭৮৪ | ৩৬.০ | |||
জামায়াতে ইসলামী | আফাজ উদ্দিন আহমেদ | ২৮,০৫২ | ২২.৫ | |||
আওয়ামী লীগ | শাহ জাহাঙ্গীর কবীর | ২১,০০৬ | ১৬.৯ | |||
বিএনপি | সিরাজুল ইসলাম | ৭,৭২৪ | ৬.২ | |||
স্বতন্ত্র | জামালুর রহমান প্রধান | ৬,১৯৫ | ৫.০ | |||
স্বতন্ত্র | আব্দুর রহমান | ৪,২১২ | ৩.৪ | |||
জাসদ | আবুল কালাম আজাদ | ২,৪১৮ | ১.৯ | |||
স্বতন্ত্র | আতাউর রহমান | ২,৩৭০ | ১.৯ | |||
স্বতন্ত্র | নূরুল ইসলাম | ২,০৮৮ | ১.৭ | |||
জাকের পার্টি | এনামুল কবীর তোরাব | ১,৮৯৫ | ১.৫ | |||
ফ্রিডম পার্টি | মুখলেসুর রহমান | ৮৯৪ | ০.৭ | |||
বাকশাল | মোঃ আবদুর রাজ্জাক | ৮৭৪ | ০.৭ | |||
জাতীয় মুক্তি দল | মোহাম্মদ হোসেন ফকু | ৭৯৪ | ০.৬ | |||
জাসদ (রব) | এন্তাজুর রহমান | ৫৮৩ | ০.৫ | |||
ন্যাপ (মুজাফফর) | মো নূরুল ইসলাম | ৩৩৮ | ০.৩ | |||
জাসদ (সিরাজ) | খালিলুর রহমান | ২০৫ | ০.২ | |||
এনডিপি | খন্দকার আবু তাহের | ৫৬ | ০.০ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১৬,৭৩২ | ১৩.৪ | ||||
ভোটার উপস্থিতি | ১,২৪,৪৮৮ | ৫৫.৪ | ||||
থেকে জাতীয় পার্টি অর্জন করে | ||||||
তথ্যসূত্র
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "Gaibandha-4"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১৫ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- "Electoral Area Result Statistics: Gaibandha-4"। আমারএমপি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৮।
- "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- "আ'লীগের বড় বাধা বিদ্রোহী প্রার্থী পুনরুদ্ধারে তৎপর জাতীয় পার্টি"। jugantor.com। ২৫ নভেম্বর ২০১৭। ১৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.