গাইবান্ধা-৩
গাইবান্ধা-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি গাইবান্ধা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৩১নং আসন। এ আসনের বর্তমান সংসদ সদস্য হলেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত উম্মে কুলসুম স্মৃতি ।
গাইবান্ধা-৩ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | গাইবান্ধা জেলা |
বিভাগ | রংপুর বিভাগ |
মোট ভোটার | ৪,১১,৯৪২ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
বর্তমান সাংসদ | উম্মে কুলসুম স্মৃতি |
সীমানা
গাইবান্ধা-৩ আসনটি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা ও পলাশবাড়ী উপজেলা নিয়ে গঠিত।[2][3]
ইতিহাস
গাইবান্ধা-৩ আসনটি ১৯৮৪ সালে গঠিত হয়, যখন বৃহত্তর রংপুর জেলাকে ভেঙে পাঁচটি জেলায় (নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা) ভাগ করা হয়েছিল।
নির্বাচিত সাংসদ
নির্বাচনী ফলাফল
২০১০-এর দশক
সাধারণ নির্বাচন ২০১৪: গাইবান্ধা-৩[13][14] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | মো. ইউনুস আলী সরকার | ১,২৭,৫৬৩ | ৮৬.৩ | N/A | ||
স্বতন্ত্র | এসএম খাদেমুল ইসলাম খুদি | ১৮,২০৪ | ১২.৩ | N/A | ||
জাতীয় পার্টি | ফজলে করিম আহমদ পল্লব | ১,৯৯২ | ১.৩ | N/A | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১,০৯,৩৫৯ | ৭৪.০ | +৩৭.৮ | |||
ভোটার উপস্থিতি | ১,৪৭,৭৫৯ | ৪০.০ | -৪৬.৮ | |||
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
২০০০-এর দশকে
সাধারণ নির্বাচন ২০০৮: গাইবান্ধা-৩[2][15] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
জাতীয় পার্টি | ফজলে রাব্বি চৌধুরী | ১,৭৯,০৯৫ | ৬৩.২ | N/A | ||
জামায়াতে ইসলামী | আবুল কাওসার মোহাম্মদ নজরুল ইসলাম | ৭৬,৪৬০ | ২৭.০ | -১.৬ | ||
স্বতন্ত্র | মো. ইউনুস আলী সরকার | ২৭,৫৮১ | ৯.৭ | N/A | ||
বিকেএ | মোঃ খলিলুর রহমান | ৪২৫ | ০.১ | N/A | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১,০২,৬৩৫ | ৩৬.২ | +৩০.১ | |||
ভোটার উপস্থিতি | ২,৮৩,৫৬১ | ৮৬.৮ | +৯.২ | |||
ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট থেকে জাতীয় পার্টি অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ২০০১: গাইবান্ধা-৩[16] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট | ফজলে রাব্বি চৌধুরী | ৯১,১০৯ | ৩৭.৮ | N/A | ||
আওয়ামী লীগ | মো. ইউনুস আলী সরকার | ৭৬,৪৩৯ | ৩১.৭ | +৪.৫ | ||
জামায়াতে ইসলামী বাংলাদেশ | নজরুল ইসলাম | ৬৯,০২২ | ২৮.৬ | +১১.৪ | ||
জাতীয় পার্টি | ফজলে করিম আহমদ পল্লব | ৩,৫৮৩ | ১.৫ | N/A | ||
গণতান্ত্রিক পার্টি | গণেশ প্রশাদ | ৫৭৩ | ০.২ | N/A | ||
স্বতন্ত্র | মোঃ খায়রুল আলম | ৩১২ | ০.১ | N/A | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৪,৬৭০ | ৬.১ | -১৫.০ | |||
ভোটার উপস্থিতি | ২,৪১,০৩৮ | ৭৭.৬ | +৬.৩ | |||
জাতীয় পার্টি থেকে ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট অর্জন করে | ||||||
১৯৯০-এর দশকে
সাধারণ নির্বাচন, জুন ১৯৯৬: গাইবান্ধা-৩[16] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
জাতীয় পার্টি | ফজলে রাব্বি চৌধুরী | ৮৫,০২৭ | ৪৮.৩ | +৭.২ | |
আওয়ামী লীগ | মোঃ নুরুল ইসলাম | ৪৭,৯৩৭ | ২৭.২ | N/A | |
জামায়াতে ইসলামী | নজরুল ইসলাম | ৩০,২৬৪ | ১৭.২ | -৬.২ | |
বিএনপি | শাহ বদরুল ইসলাম | ৯,১২১ | ৫.২ | +১.৮ | |
ওয়ার্কার্স পার্টি | মোঃ জাকারিয়া সরকার | ১,১৩৩ | ০.৬ | N/A | |
ইসলামী ঐক্য জোট | মোঃ এনতাজ আলী | ১,১২১ | ০.৬ | N/A | |
কমিউনিস্ট পার্টি | মোঃ জাহেদুর রহমান | ৮৮৭ | ০.৫ | N/A | |
জাকের পার্টি | মোঃ মোয়াজ্জেম হোসেন | ৬০০ | ০.৩ | -০.৫ | |
সংখ্যাগরিষ্ঠতা | ৩৭,০৯০ | ২১.১ | +৮.৮ | ||
ভোটার উপস্থিতি | ১,৭৬,০৯০ | ৭১.৩ | +১৫.৯ | ||
জাতীয় পার্টি নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
সাধারণ নির্বাচন ১৯৯১: গাইবান্ধা-৩[16] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
জাতীয় পার্টি | ফজলে রাব্বি চৌধুরী | ৫৬,৮৬৯ | ৪১.১ | ||
বাকশাল | আবু তালেব মিয়া | ৩৯,৮৭২ | ২৮.৮ | ||
জামায়াতে ইসলামী বাংলাদেশ | নজরুল ইসলাম | ৩২,৩৩৭ | ২৩.৪ | ||
বিএনপি | আর. এ. গনি | ৪,৬৭৫ | ৩.৪ | ||
জাকের পার্টি | মোঃ মোয়াজ্জেম হোসেন | ১,১২৬ | ০.৮ | ||
স্বতন্ত্র | আজগর আলী খান | ৮১৬ | ০.৬ | ||
স্বতন্ত্র | আবদুল মোমিন চৌধুরী | ৬৮২ | ০.৫ | ||
স্বতন্ত্র | মোঃ মোসলেম উদ্দিন খন্দকার | ৪৮৭ | ০.৪ | ||
স্বতন্ত্র | মোঃ নজরুল ইসলাম | ৪৫৪ | ০.৩ | ||
ফ্রিডম পার্টি | মোঃ মিয়া সইকত আজগর | ৩৮৮ | ০.৩ | ||
ন্যাপ (মুজাফ্ফর) | নুরুল হক মন্ডল | ৩১০ | ০.২ | ||
জাসদ (রব) | মোঃ আব্দুল খয়ের | ২৪২ | ০.২ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৬,৯৯৭ | ১২.৩ | |||
ভোটার উপস্থিতি | ১,৩৮,২৫৮ | ৫৫.৪ | |||
জাতীয় পার্টি নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
টীকা
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "Constituency Maps of Bangladesh" (পিডিএফ)। Bangladesh Election Commission। ২০১০। ১৪ আগস্ট ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- "List of 3rd Parliament Members" (পিডিএফ)। Bangladesh Parliament। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "List of 4th Parliament Members" (পিডিএফ)। Bangladesh Parliament। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২০১৬-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৭।
- "১০ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার।
- "একাদশ সংসদের সদস্য হলেন যারা"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৭।
- "Gaibandha-3"। Bangladesh Election Result 2014। Dhaka Tribune। ১১ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- "Electoral Area Result Statistics: Gaibandha-3"। AmarMP। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৮।
- "Nomination submission List"। Bangladesh Election Commission। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। Vote Monitor Networks। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.