গহিরা ইউনিয়ন

গহিরা বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

গহিরা
ইউনিয়ন
৪নং গহিরা ইউনিয়ন পরিষদ
গহিরা
গহিরা
বাংলাদেশে গহিরা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩০′৪৪″ উত্তর ৯১°৫৩′১১″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলারাউজান উপজেলা 
সরকার
  চেয়ারম্যানআলহাজ্ব মোহাম্মদ নুরুল আবছার
আয়তন
  মোট১৪.১৫ বর্গকিমি (৫.৪৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট১২,০০০
  জনঘনত্ব৮৫০/বর্গকিমি (২,২০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৬২.৩৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৪৩
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

গহিরা ইউনিয়নের আয়তন ৩,৪৯৬ একর (১৪.১৫ বর্গ কিলোমিটার)।[1]

জনসংখ্যা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী গহিরা ইউনিয়নের লোকসংখ্যা ১২,০০০ জন। এর মধ্যে পুরুষ ৬,০৪৪ জন এবং মহিলা ৫,৯৫৬ জন।[2]

অবস্থান ও সীমানা

রাউজান উপজেলার পশ্চিমাংশে গহিরা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে নওয়াজিশপুর ইউনিয়ন, পূর্বে চিকদাইর ইউনিয়ন, দক্ষিণে রাউজান পৌরসভা এবং পশ্চিমে হালদা নদীহাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নছিপাতলী ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

গহিরা ইউনিয়ন রাউজান উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রাউজান মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৬ এর অংশ। এটি ২টি মৌজায় বিভক্ত:

  • দলইনগর
  • কোতোয়ালী ঘোনা

[3]

শিক্ষা ব্যবস্থা

গহিরা ইউনিয়নে সাক্ষরতার হার ৬২.৩৫%।[1] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদ্রাসা, ৯টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি কিন্ডারগার্টেন রয়েছে।[3]

শিক্ষা প্রতিষ্ঠান

মাধ্যমিক বিদ্যালয়
  • কোতোয়ালী ঘোনা আদর্শ উচ্চ বিদ্যালয়
  • দলইনগর উচ্চ বিদ্যালয়

[4]

মাদ্রাসা
  • দলইনগর মদিনাতুল উলুম মাদ্রাসা
  • পশ্চিম দলইনগর বায়তুল আমান মাদ্রাসা
  • কাদেরিয়া এবতেদায়ী মাদ্রাসা
  • খায়ের মোস্তফা নূরানী একাডেমি
  • উম্মে সেতারা মহিলা মাদ্রাসা

[5]

প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর দলইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর পূর্ব কোতায়ালী ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কোতোয়ালী ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ কোতোয়ালী ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ পূর্ব কোতায়ালী ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ দলইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম গহিরা হামদুমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম দলইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব দলইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়

[6]

কিন্ডারগার্টেন
  • দলইনগর এসএমসি আলোকন কিন্ডারগার্টেন

[7]

যোগাযোগ ব্যবস্থা

গহিরা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক। এ সড়কে সব ধরনের যানবাহন চলাচল করে। এছাড়াও ইউনিয়নের আভ্যন্তরীণ অন্যান্য সড়কগুলোতে প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

খাল ও নদী

গহিরা ইউনিয়নের দক্ষিণ ও পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে হালদা নদী[8]

হাট-বাজার

গহিরা ইউনিয়নের প্রধান হাট/বাজার হল আতুরনি ঘাটা বাজার।[9]

দর্শনীয় স্থান

  • নসরত বাদশাহ'র দীঘি
  • আবদুল হাকিম শাহ (রহ.) মাজার
  • এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী
  • কোতোয়ালী ঘোনা ভাঙ্গা মসজিদ

[10]

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: আলহাজ্ব মোহাম্মদ নুরুল আবছার[11]
চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ হারুন উর রশিদ
০২ ফিরোজ হোসাইন (ভারপ্রাপ্ত)
০৩ আলহাজ্ব মোহাম্মদ নুরুল আবছার ২০১১-বর্তমান

[12]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "রাউজান উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org
  2. "গ্রাম ভিত্তিক লোক সংখ্যা - গহিরা ইউনিয়ন - গহিরা ইউনিয়ন"gohiraup.chittagong.gov.bd। ১০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৭
  3. "ইউনিয়ন পরিচিতিঃ - গহিরা ইউনিয়ন - গহিরা ইউনিয়ন"gohiraup.chittagong.gov.bd। ১০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৭
  4. "মাধ্যমিকবিদ্যালয় - গহিরা ইউনিয়ন - গহিরা ইউনিয়ন"gohiraup.chittagong.gov.bd
  5. "মাদ্রাসা - গহিরা ইউনিয়ন - গহিরা ইউনিয়ন"gohiraup.chittagong.gov.bd। ১০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৭
  6. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41102&union=13%5B%5D
  7. "অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান - গহিরা ইউনিয়ন - গহিরা ইউনিয়ন"gohiraup.chittagong.gov.bd
  8. "খাল ও নদী - গহিরা ইউনিয়ন - গহিরা ইউনিয়ন"gohiraup.chittagong.gov.bd। ১০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৭
  9. "হাট বাজারের তালিকা - গহিরা ইউনিয়ন - গহিরা ইউনিয়ন"gohiraup.chittagong.gov.bd
  10. "দর্শনীয় স্থান - গহিরা ইউনিয়ন - গহিরা ইউনিয়ন"gohiraup.chittagong.gov.bd। ১০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৭
  11. Team, Samakal Online। "SAMAKAL - GET THE LATEST ONLINE BANGLA NEWS !"SAMAKAL। ৯ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৭
  12. "পূর্বতন চেয়ারম্যান - গহিরা ইউনিয়ন - গহিরা ইউনিয়ন"gohiraup.chittagong.gov.bd। ৮ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.