গল্লাই ইউনিয়ন
গল্লাই বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত চান্দিনা উপজেলার একটি ইউনিয়ন।
গল্লাই | |
---|---|
ইউনিয়ন | |
১০নং গল্লাই ইউনিয়ন পরিষদ | |
গল্লাই গল্লাই | |
স্থানাঙ্ক: ২৩°২৬′২৫″ উত্তর ৯০°৫৫′৫৩″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | চান্দিনা উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫১০ |
আয়তন
- ১০,০০০ একর প্রায়।
জনসংখ্যা
- বর্তমানে জনসংখ্যা ২০,০০০ (বিশ হাজার) প্রায়।
ইতিহাস
গল্লাই ইউনিয়ন পূর্বে গল্লাই উত্তর ইউনিয়ন নামে পরিচিত ছিল।
অবস্থান ও সীমানা
চান্দিনা উপজেলার পশ্চিমাংশে গল্লাই ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তর-পশ্চিমে সুহিলপুর ইউনিয়ন, উত্তরে বাতাঘাসী ইউনিয়ন, উত্তর-পূর্বে মহিচাইল ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে দোল্লাই নবাবপুর ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কচুয়া উত্তর ইউনিয়ন এবং পশ্চিমে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বিতারা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
গল্লাই ইউনিয়ন চান্দিনা উপজেলার আওতাধীন ১০নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চান্দিনা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৫নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৭ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
শিক্ষা প্রতিষ্ঠান
- কলেজ
- আবেদা নূর বিএম কলেজ
- মাধ্যমিক বিদ্যালয়
- আবেদা নূর বালক উচ্চ বিদ্যালয়
- আবেদা নূর বালিকা উচ্চ বিদ্যালয়
- কংগাই উচ্চ বিদ্যালয়
- মাদ্রাসা
- আবেদা নূর ফাযিল মাদ্রাসা
- আবেদা নূরকওমী মাদ্রাসা
- গল্লাই ইসমাইল দাখিল মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- গল্লাই সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গল্লাই দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কংগাই দ:পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কংগাই উঃ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
ঢাকা চট্রগ্রাম মহাসড়ক এর পাশে কুটুম্বপুর থেকে সিএনজি চালিত অটোরিক্সা যোগে কালিয়ারচর বাজার আসলেই গল্লাই ইউনিয়নের সব জায়গায় যাওয়া যাবে। এছাড়া মাধাইয়া থেকেও কালিয়ারচর বাজার যাওয়া যায়।
খাল ও নদী : কোন নদী না থাকলেও একটি খাল রয়েছে।
- বড় খাল পাড়।
- বাইশা তলি খাল।
- মিরাখলা বড় খাল।
- ঘাটাদোয়ারিয়া খাল।
হাট-বাজার
গল্লাই ইউনিয়নের প্রধান বাজার কালিয়ারচর বাজার।
- কংগাই দ:পাড়া দৈনিক মৌলভী বাজার।
- কংগাই হোটকাতলি বাজার।
- কংগাই উ:পাড়া দৈনিক বাজার।
- তালতলী বাজার।
- মিরাখলা বাজার।
- কালিয়ারচর বাজার।
- মদিনা বাজার।
দর্শনীয় স্থান
- ঘুরগার বিল
- লাল মসজিদ
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান-বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম।
- জসিম উদ্দিন সাবেক চেয়ারম্যান।
- হাজী মমতাজ উদ্দিন সাবেক মেম্বার ৩ নং ওয়ার্ড।
- মোঃ ফয়েজ উল্লাহ বর্তমান মেম্বার ৩ নং ওয়ার্ড।
- বিউটি আক্তার বর্তমান মেম্বার ৩ নং ওয়ার্ড।
- সহিদ উল্লাহ সাবেক মেম্বার ৩ নং ওয়ার্ড।
- মোঃ সেলিম সমাজ সেবক ৩ নং ওয়ার্ড।
- হারুনুর রশিদ সমাজ সেবক ৩ নং ওয়ার্ড।