গর্জনিয়া ইউনিয়ন
গর্জনিয়া বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত রামু উপজেলার একটি ইউনিয়ন।
গর্জনিয়া | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() গর্জনিয়া ![]() ![]() গর্জনিয়া | |
স্থানাঙ্ক: ২১°২৭′২৫″ উত্তর ৯২°১১′১৮″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | রামু উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মুজিবুর রহমান চৌধুরী বাবুল। |
আয়তন | |
• মোট | ৬৪.৪৬ বর্গকিমি (২৪.৮৯ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৩০,০০০ |
• জনঘনত্ব | ৪৭০/বর্গকিমি (১,২০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ২১.৯৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭৩০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন
গর্জনিয়া ইউনিয়নের আয়তন ১৫,৯২৯ একর (৬৪.৪৬ বর্গ কিলোমিটার)।[1]
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী গর্জনিয়া ইউনিয়নের লোকসংখ্যা প্রায় ৩০ হাজার। এর মধ্যে পুরুষ প্রায় ১৫ হাজার এবং মহিলা প্রায় ১৫ হাজার।[2]
অবস্থান ও সীমানা
রামু উপজেলার পূর্ব-মধ্যাংশে গর্জনিয়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে ঈদগড় ইউনিয়ন, উত্তর-পশ্চিমে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়ন, পশ্চিমে জোয়ারিয়ানালা ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে কাউয়ারখোপ ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে কচ্ছপিয়া ইউনিয়ন, পূর্বে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়ন এবং উত্তর-পূর্বে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
গর্জনিয়া ইউনিয়ন রামু উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রামু থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৬নং নির্বাচনী এলাকা কক্সবাজার-৩ এর অংশ। এটি ৩টি মৌজায় বিভক্ত।[2] এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- গর্জনিয়া
- বড়বিল
- ক্যাজরবিল
- জাউচপাড়া
- থিমছড়ি
- জুমছড়ি
- মরিচ্যাচর
- থোয়াংগাকাটা
- মাঝিরকাটা
- পোয়াংগেরখীল
- বেলতলী
- মিয়াজীর পাড়া
- সিকদার পাড়া
শিক্ষা ব্যবস্থা
গর্জনিয়া ইউনিয়নের সাক্ষরতার হার ২১.৯৬%।[1] এ ইউনিয়নে ১টি ফাজিল মাদ্রাসা, ১টি আলিম মাদ্রাসা, ২টি দাখিল মাদ্রাসা,৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ৯টি প্রাথমিক বিদ্যালয়, ২টি কেজি স্কুল রয়েছে।[2]
শিক্ষা প্রতিষ্ঠান
- মাদ্রাসা
- গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল মাদ্রাসা
- গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা
- মাঝিরকাটা কিন্ডারগার্টেন দাখিল মাদ্রাসা
- থিমছড়ি হামেদিয়া দাখিল মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- গর্জনিয়া উচ্চ বিদ্যালয়
- বদিউল আলম স্মৃতি বিদ্যাপীঠ
- গর্জনিয়া আদর্শ শিক্ষা নিকেতন
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ক্যজরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জাউচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জুমছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- থোয়াংগাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব জুমছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পোয়াংগেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাঝিরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হালিমা চৌং সরকারি প্রাথমিক বিদ্যালয়
কেজি স্কুল
- গর্জনিয়া বিদ্যাপীঠ
- অরবিট মডেল একাডেমী
যোগাযোগ ব্যবস্থা
গর্জনিয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল রামু-গর্জনিয়া সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
মটর সাইকেল
বটতলী, টু টাইম বাজার টু থিমছড়ী বাজার টু বাইশারী বাজার টু ইদগড় রাজার টু ইদগাহ বাজার প্রধান সড়ক
ধর্মীয় উপাসনালয়
গর্জনিয়া ইউনিয়নে ৩৬টি মসজিদ, ৩টি মন্দির ও ১টি বিহার রয়েছে। গর্জনিয়ার অন্যতম প্রধান মসজিদ (গর্জনিয়া কেন্দ্রীয় জামে মসজিদ) প্রতিষ্ঠাতা ও দাতা মরহুম ছুরুত আলম চৌধুরী যা বটতলীতে অবস্থিত।
খাল ও নদী
গর্জনিয়া ইউনিয়নের দক্ষিণ প্রান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে বাঁকখালী নদী। এছাড়া রয়েছে গর্জই খাল এবং ফারি খাল
থিমছড়ী খাল।[5]
আরও দেখুন
তথ্যসূত্র
- "রামু উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- "এক নজরে গর্জনিয়া ইউনিয়ন - গর্জনিয়া ইউনিয়ন - গর্জনিয়া ইউনিয়ন"। garjoniyaup.coxsbazar.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৭।
- "মাদ্রাসা - গর্জনিয়া ইউনিয়ন - গর্জনিয়া ইউনিয়ন"। garjoniyaup.coxsbazar.gov.bd।
- http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41204&union=02%5B%5D
- "খাল ও নদী - গর্জনিয়া ইউনিয়ন - গর্জনিয়া ইউনিয়ন"। garjoniyaup.coxsbazar.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৭।