গদা

গদা (সংস্কৃত: गदा, কন্নড়: ಗದೆ, তেলেগু: గద, তামিল:  கதை, মালয়: গেদক) হল ভারতীয় উপমহাদেশের মুগুর[1] বা দণ্ড বা ভোঁতা গদা।[2] কাঠ বা ধাতু দিয়ে তৈরি, এটির মূলত দণ্ড বসানো গোলাকার মাথা থাকে, যার উপরে গজাল থাকে। ভারতের বাইরে, গদা দক্ষিণ-পূর্ব এশিয়াতেও গৃহীত হয়েছিল, যেখানে এটি এখনও  সিলতে ব্যবহৃত হয়। অস্ত্রটির ইন্দো-ইরানীয় উৎপত্তি হতে পারে কারণ পুরাতন ফার্সিও ক্লাব অর্থে গাদা শব্দটি ব্যবহার করে।

১৭ শতকের ইন্দো-ফার্সিয়ান গাদার উদাহরণ, ইস্পাত ও সোনা দিয়ে তৈরি, ২৬.৫ ইঞ্চি (৬৭ সেমি) লম্বা, মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট

গদা হল হিন্দু দেবতা হনুমানের প্রধান অস্ত্র।[2] বিষ্ণু তার চারটি হাতের একটি হাতে কৌমোদকী নামে গদা বহন করেন।[3] মহাকাব্য মহাভারতে, যোদ্ধা বলরাম, ভীম, দুর্যোধন, জরাসন্ধ ও অন্যান্যদেরকে গদার প্রভু বলা হয়।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. গদা, বাংলা, বিশেষ্য, bn.m.wiktionary.org
  2. About: Gada (mace), Bbpedia.org (ইংরেজি ভাষায়)
  3. "Gada, The Mace of Vishnu. Some refer to me by the name "Kaumodaki""

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.