গণ আজাদী লীগ
বাংলাদেশ গণ আজাদী লীগ হলো ১৯৭৬ সালে বাংলাদেশের মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল।[1] দলীয় সভাপতি হলেন আলহাজ্ব আবদুস সামাদ।[2] দলটি কেন্দ্রীয়-বাম ১১-দলীয় জোটের সদস্য।[3]
২০০১ সালের সংসদ নির্বাচনে দলটি নবাবগঞ্জের তিনটি আসনে তিনজন প্রার্থী দিয়েছিল। সামাদ নবাবগঞ্জ-৩ আসনে দাঁড়িয়ে ৪৬৮ টি ভোট পেয়েছিলেন (২.১৫%)। নবাবগঞ্জ-১ আসনে দলীয় প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম ১০৮ টি ভোট (০.০৪%) এবং নবাবগঞ্জ-২ এ মোহাম্মদ বজলুর রহমান পেয়েছিলেন ২০৪ ভোট (০.০৯%)।
তথ্যসূত্র
- Chowdhury, Mahfuzul H. (২০০৩)। Democratization in South Asia: lessons from American institutions। Ashgate Publishing। পৃষ্ঠা 118। আইএসবিএন 978-0-7546-3423-2।
- Day, Alan John (১৯৮৮)। Political parties of the world। Longman। পৃষ্ঠা 45। আইএসবিএন 978-0-582-02626-1।
- "Archived copy"। ২০১১-০৭-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-১২-১২।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.