গণ্ডার

গণ্ডার (ইংরেজি: Rhinoceros বা Rhino) এক প্রকার স্তন্যপায়ী প্রাণী। এটি রাইনোসেরোটিডি পরিবারের অন্তর্গত। গণ্ডারের দুইটি প্রজাতির মধ্যে একটি আফ্রিকা মহাদেশে বাস করে। পাঁচ প্রজাতির মধ্যে চারটিই ইতোমধ্যে বিলুপ্তির সম্মুখীন।

কেনিয়া
সাদা গণ্ডার

গণ্ডার
Rhinoceros
সময়গত পরিসীমা: Eocene–Recent
কা
পা
ক্রি
প্যা
কালো গণ্ডার (Diceros bicornis)
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণী জগৎ
পর্ব: কর্ডাটা
শ্রেণী: স্তন্যপায়ী
অধঃশ্রেণী: Eutheria
বর্গ: পেরিসোডাক্টাইলা
উপবর্গ: Ceratomorpha
মহাপরিবার: Rhinocerotoidea
পরিবার: Rhinocerotidae
Gray, 1820
গণসমূহ

সিরাটোথারিয়াম
ডিসারোরহিনাস
ডিসারোস
রাইনোসারোস
কোয়েলোডন্টা
স্টেপানোরহিনাস
ইলাস্মোথারিয়াম

সংরক্ষন অবস্থা

সাদা গণ্ডার

সাদা গণ্ডারের দক্ষিণী প্রজাতি সম্পূর্ণ ভাবে সুরক্ষিত আছে। কিন্তু উত্তুরে প্রজাতি মহাবিপন্ন, বিলুপ্তির পথে।

অন্যন্য প্রজাতি

ভারতীয় গণ্ডার সবচেয়ে কম বিপদগস্ত। যা সংকটাপন্ন অবস্থায় আছে। তারপর কালো গণ্ডার যা মহাবিপন্ন। এদের সংখ্যা ২০০০ এর থেকেও কম। তারপর সুমাট্রানজাভা গণ্ডার। তারাও মহাবিপন্ন। সুমাট্রান গণ্ডারের সংখ্যা ১০০ এর থেকেও কম। আর জাভা গণ্ডারের সংখ্যা ৬০ এর থেকেও অনেক কম।

প্রজাতিসমূহ

গণ্ডারের ৫টি প্রজাতি হচ্ছেঃ

সংরক্ষণ

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.