গণবাহিনী
গণবাহিনী জাতীয় সমাজতান্ত্রিক দলের সশস্ত্র সংগঠন ছিল।[1]
বাংলাদেশে সাম্যবাদ |
---|
সিরিজের অংশ |
![]() |
![]() |
ইতিহাস
১৯৭২ সালে বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একটি অংশ জাতীয় সমাজতান্ত্রিক দল গঠন করে, যার নেতৃত্বে সিরাজুল আলম খান ছিলেন।[2]
দলটি একটি সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিল। ফলস্বরূপ, গণবাহিনী গঠিত হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের বিরুদ্ধে সশস্ত্রভাবে অবস্থান নেয়।[2] ১৯৭৪ সালে হাসানুল হক ইনুর নেতৃত্বে একদল সশস্ত্র লোকবল স্বরাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ মনসুর আলীর বাড়িতে আক্রমণ করে, যেটি গণহত্যায় গড়ায়।[3] অগণিত বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী লীগ সদস্যকে হত্যার অভিযোগে গণবাহিনী অভিযুক্ত।[1]
নিষিদ্ধকরণ
জিয়াউর রহমান গণবাহিনী নিষিদ্ধ করেন এবং আবু তাহেরকে মৃত্যুদণ্ড প্রদান করেন। এছাড়াও দলটির বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারান্তরীণ করা হয়।[4]
সমালোচনা
২০১৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মন্তব্য করেছিলেন যে, জাতীয় সমাজতান্ত্রিক দল ও গণবাহিনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার জন্য রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করেছিল।[5] বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের জন্য বিরোধী দলীয় নেতারাও সংগঠনটিকে দায়ী করেছিলো।[6] অনেকে সংগঠনটিকে 'সেই সময়ের আল কায়েদা' বলে অভিহিত করেন।[7]
তথ্যসূত্র
- Staff Correspondent। "JS sees debate over role of Gono Bahini"। thedailystar.net। The Daily Star। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৫।
- Hossain, Kazi Mobarak (১৩ মার্চ ২০১৬)। "Hasanul Haq Inu's JaSoD splits as he names Shirin general secretary"। Dhaka Tribune। Dhaka Tribune। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৬।
- "Rizvi now blasts Inu at press briefing"। The Daily Star। UNB। ১৫ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৬।
- Ahsan, Syed Badrul (৭ জুলাই ২০১৫)। "Bourgeois dreams of socialist revolution"। The Daily Observer। The Daily Observer। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৬।
- "Awami League will have to atone for making a JaSoD leader minister, says Syed Ashraf"। bdnews24.com। bdnews24.com। ১৩ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৬।
- "Clarify your role in Bangabandhu killing, BNP to Inu"। Prothom Alo। Prothom Alo। ২৪ আগস্ট ২০১৫। ১২ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৬।
- "Inu, Khairul to be tried in people's court: BNP"। The News Today। UNB। ১৫ জুন ২০১৬। ১৮ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৬।