গড়বেতা রেলওয়ে স্টেশন
গড়বেতা রেলওয়ে স্টেশন দক্ষিণ পূর্ব রেলওয়ে জোনের আদ্রা রেল বিভাগের খড়গপুর – বাঁকুড়া – আদ্রা লাইনের একটি রেলওয়ে স্টেশন। এটি ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় বাঁধগড়াতে অবস্থিত।[1] মোট ৩৩ টি প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেন গড়বেতা স্টেশনে থামে।[2]
গড়বেতা রেলওয়ে স্টেশন | |
---|---|
ভারতীয় রেল | |
অবস্থান | বাঁধগড়া, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর জেলা, পশ্চিমবঙ্গ ভারত |
স্থানাঙ্ক | ২২°৫০′৪০″ উত্তর ৮৭°১৯′১৫″ পূর্ব |
উচ্চতা | ৫৮ মিটার (১৯০ ফু) |
মালিকানাধীন | ভারতীয় রেল |
পরিচালিত | দক্ষিণ পূর্ব রেলওয়ে |
লাইন | খড়গপুর-বাঁকুড়া-আদ্রা লাইন |
প্ল্যাটফর্ম | ২ |
রেলপথ | ২ |
নির্মাণ | |
গঠনের ধরন | ভূমিস্থ |
অন্য তথ্য | |
অবস্থা | কার্যকরী |
স্টেশন কোড | GBA |
অঞ্চল | দক্ষিণ পূর্ব রেল |
বিভাগ | আদ্রা রেলওয়ে বিভাগ |
ইতিহাস | |
চালু | এপ্রিল, ১৯০৩ |
বৈদ্যুতীকরণ | হ্যাঁ |
আগের নাম | বেঙ্গল নাগপুর রেলওয়ে |
অবস্থান | |
গড়বেতা রেলওয়ে স্টেশন পশ্চিমবঙ্গে অবস্থান
ভারতে অবস্থান গড়বেতা রেলওয়ে স্টেশন পশ্চিমবঙ্গে অবস্থান
ভারতে অবস্থান |
ইতিহাস
১৯০১ সালে, খড়গপুর-মেদিনীপুর শাখা লাইনটি চালু করা হয়েছিল। তৎকালীন বেঙ্গল নাগপুর রেলওয়ের মেদিনীপুর-ঝরিয়া সম্প্রসারণ, যেটি বাঁকুড়া জেলার ওপর দিয়ে বিস্তৃত, তা ১৯০৩-০৪ সাল নাগাদ চালু হয়।[3] আদ্রা-ভেদুয়সোল অংশটি ১৯৯৭-৯৮ সালে এবং ভেদুয়াসোল-শালবনি অংশটিকে ১৯৯৮-৯৯ সালে বিদ্যুতায়িত করা হয়েছিল।[4]
তথ্যসূত্র
- roy, Joydeep। "Trains to Garhbeta Station - 34 Arrivals SER/South Eastern Zone - Railway Enquiry"। indiarailinfo.com। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩০।
- "Garhbeta Railway Station (GBA) : Station Code, Time Table, Map, Enquiry"। www.ndtv.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩০।
- "Indian Railway History Time line"। archive.is। ২০১২-০৭-১৪। Archived from the original on ২০১২-০৭-১৪। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩০।
- "[IRFCA] Electrification History from CORE"। irfca.org। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩০।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.