গঙ্গানন্দপুর ইউনিয়ন
গঙ্গানন্দপুর ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলার অন্তর্গত ঝিকরগাছা উপজেলার একটি অন্যতম ইউনিয়ন।[1][2] এলাকাটি ঝিকরগাছা- চৌগাছা সড়কের পাশে কপোতাক্ষ নদের অপর পার্শ্বে অর্থাৎ উত্তর -পশ্চিম দিকে অবস্থিত।অন্যতম ঐতিহ্যবাহী গঙ্গানন্দপুর গ্রামের নামানুসারে ইউনিয়নটির নামকরণ করা হয়। এলাকাটির ৪নং ওয়ার্ডের ছুটিপুর গ্রাম সংলগ্ন ইউনিয়ন পরিষদ স্থাপন করা হয়েছে,যার মাধ্যমে এলাকার জন সাধারণ এর সেবা ও উন্নয়ন মুলক কাজ করতে সক্ষম হবে।
গঙ্গানন্দপুর ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
গঙ্গানন্দপুর ইউনিয়ন | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | যশোর জেলা |
উপজেলা | ঝিকরগাছা উপজেলা |
আসন | ৮৬,যশোর ২ |
সরকার | |
আয়তন | |
• মোট | ১১৭.৮৭ বর্গকিমি (৪৫.৫১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩০,৫২৬ |
• জনঘনত্ব | ২৬০/বর্গকিমি (৬৭০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৭৪২০ |
এলাকার টেলিফোন কোড | ০৪২১ |
ভৌগোলিক অবস্থান
ভৌগোলিক অবস্থান অনুযায়ী গঙ্গানন্দপুর ইউনিয়ন যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় অবস্থিত। ঝিকরগাছা থেকে প্রায় ৯-১০- কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। ইউনিয়নটি ১৬টি গ্রাম এবং ১৫টি মৌজা নিয়ে গঠিত হয়েছে।
গ্রাম
গঙ্গানন্দপুর ইউনিয়নে মোট ১৬টি গ্রাম রয়েছে।
- ব্যাংদাহ
- গুলবাগপুর
- দত্তপাড়া
- শ্রীচন্দ্রপুর
- আটলিয়া
- মৌতা
- গোয়ালহাটি
- ছুটিপুর
- বিষহরী
- বালিয়া,
- গৌরসুটি
- কাগমারী
- কৃষ্ণচন্দ্রপুর
- গঙ্গানন্দপুর
- নবগ্রাম
- জিউলীগাছা
তথ্যসূত্র
- "গঙ্গানন্দপুর ইউনিয়ন"। ganganandapurup.jessore.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭।
- "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.