গঙ্গাজলঘাটি সমষ্টি উন্নয়ন ব্লক
গঙ্গাজলঘাটি সমষ্টি উন্নয়ন ব্লক হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার বাঁকুড়া সদর মহকুমার একটি সমষ্টি উন্নয়ন ব্লক। এই ব্লকের সদর অমরকানন। ব্লকটি গঙ্গাজলঘাটি থানার অধিভুক্ত।[1][2]
গঙ্গাজলঘাটি | |
---|---|
সমষ্টি উন্নয়ন ব্লক | |
গঙ্গাজলঘাটি | |
স্থানাঙ্ক: ২৩.৪২° উত্তর ৮৭.১২° পূর্ব | |
দেশ | India |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | বাঁকুড়া |
আয়তন | |
• মোট | ৩৭১.২০ বর্গকিমি (১৪৩.৩২ বর্গমাইল) |
উচ্চতা | ১১০ মিটার (৩৬০ ফুট) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ১,৬২,০০৭ |
• জনঘনত্ব | ৪৪০/বর্গকিমি (১,১০০/বর্গমাইল) |
ভাষা | |
• সরকারি | বাংলা, ইংরেজি |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
পিন কোড | ৭২২ ১৩৩ |
টেলিফোন কোড | ৯১ ৩২৪২ |
লোকসভা কেন্দ্র | বাঁকুড়া |
বিধানসভা কেন্দ্র | শালতোড়া, বড়জোড়া |
ওয়েবসাইট | bankura |
ভূগোল
গঙ্গাজলঘাটি ২৩.৪২° উত্তর ৮৭.১২° পূর্ব অক্ষ-দ্রাঘিমাংশে অবস্থিত।[3] এই ব্লকের গড় উচ্চতা ১১০ মিটার (৩৬১ ফুট)। এটি ৬০ নং জাতীয় সড়কের উপর অবস্থিত। এই ব্লকের আয়ত্ন ৩৭০.২০ বর্গ কিলোমিটার।[2]
গ্রাম পঞ্চায়েত
গঙ্গাজলঘাটি ব্লক তথা পঞ্চায়েত সমিতির অধিভুক্ত গ্রাম পঞ্চায়েতগুলি হল: বন আসুরিয়া, বড়সাল, ভক্তাবাঁধ, গঙ্গাজলঘাটি, গোবিন্দধাম, কপিস্টা, লছমনপুর, লাটিয়াবনি, নিত্যানন্দপুর ও পিররাবানি।[4]
জনপরিসংখ্যান
২০০১ সালের জনপরিসংখ্যান অনুসারে, এই ব্লকের জনসংখ্যা ১,৬২,০০৭।[5] এর মধ্যে ৮৩,৯৭৪ জন সাক্ষর ও ২৩,৫০৪ জন ছয় বছরের কম বয়সী।[6]
অর্থনীতি
পশ্চিমবঙ্গ সরকার ও বাঁকুড়া জেলা প্রশাসন জেলার যে কয়টি ব্লককে বৃহৎ ও মাঝারি শিল্পের জন্য সবচেয়ে সম্ভাবনাময় ব্লক হিসেবে নির্বাচিত করেছে তার মধ্যে গঙ্গাজলঘাটি অন্যতম।[7]
আরও দেখুন
পাদটীকা
- "Contact details of Block Development Officers"। Bankura district। West Bengal Government। ২০১১-০৯-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৪-০১।
- "Provisional population totals, West Bengal, Table 4, Bankura District"। Census of India 2001। Census Commission of India। সংগ্রহের তারিখ ২০১১-০৪-০১।
- Falling Rain Genomics, Inc - Gangajalghati
- "BRGF Allotment Order No. 16" (পিডিএফ)। Bankura district। Government of West Bengal - Department of Panchayats & Rural Development। ২০১১-০৯-০২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৪-০১।
- "Census"। ২১ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৫।
- Census
- "Bankura District official website"। ২১ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৫।