গংগাচড়া সরকারি কলেজ
গংগাচড়া সরকারি কলেজ রংপুর জেলার গংগাচড়া উপজেলার একটি সরকারি মহাবিদ্যালয়।[2] উপজেলার একমাত্র সরকারি কলেজ।[3] [4]
গংগাচড়া সরকারি কলেজ | |
---|---|
অবস্থান | |
স্থানাঙ্ক | ২৫.৮৫২৩৭৮৩° উত্তর ৮৯.২২০১৩১৬° পূর্ব |
তথ্য | |
বিদ্যালয়ের ধরন | সরকারি কলেজ |
প্রতিষ্ঠাকাল | ৯-৬-১৯৯০ |
শিক্ষাবিষয়ক কর্তৃপক্ষ | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর |
বিদ্যালয় নম্বর | ইন্টার কোড-৫৩০১ এবং ডিগ্রী কোড-৩২০৩ |
অধ্যক্ষ | মহেন্দ্র নাথ (ভার প্রাপ্ত)[1] |
কর্মকর্তা | ১৫ |
শিক্ষকমণ্ডলী | ৭২ |
শ্রেণী | একাদশ, ডিগ্রী ও অনার্স |
ভাষা | বাংলা |
ইআইআইএন | ১২৭২৯৮ |
ইতিহাস
গংগাচড়াবাসীর জেনারেল মাধ্যমে উচ্চ শিক্ষার প্রথম পাদপীট হচ্ছে এই সরকারি কলেজ। ১৯৯০খ্রি. কলেজটি উচ্চ মাধ্যমিক হিসেবে চালু হয়। পরে ১৯৯৬ সালে এটাকে ডিগ্রী লেভেলে নিয়ে আসা হয়। এখানে ২০১৩ সাল থেকে অনার্স চালু আছে। কলেজটি প্রতিষ্ঠার ক্ষেত্রে যাদের অবদান রয়েছে তাঁরা হলেন-করিম উদ্দিন ভরসা (এম.পি.), মোস্তফা কামাল (চেয়ারম্যান), আলী মো. জাফর টফি (সাবেক উপজেলা চেয়ারম্যান), আব্দুল জব্বার (ব্যবসায়ী), আবুল কাশেম (এডভোকেট), মজিদুর রহমান লাল (শিক্ষক) প্রমুখ। কলেজটির একাডেমিক কার্যক্রম সামনের দিকে এগিয়ে নিতে সর্বপ্রথম অধ্যক্ষের দায়িত্ব পালন করেন খতিব উদ্দিন আহমেদ।[5]
প্রশাসনিক ইউনিট
সুযোগ্য গভর্ণিং বডির পরিচালনায় একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষের মাধ্যমে এ সরকারি কলেজটি পরিচালিত হয়ে আসছে।
শিক্ষা কার্যক্রম
বর্তমানে কলেজটিতে ইন্টার লেভেলে ২৩টি বিষয়, ডিগ্রী লেভেলে ১৬টি বিষয় এবং অনার্স লেভেলে ৮টি বিষয়ে ক্লাস চালু আছে।[6] অনার্সের বিষয়গুলো হচ্ছে-বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, ইতিহাস, ই:ইতিহাস ও উদ্ভিদবিজ্ঞান।[7]
জমি
কলেজের মোট জমির পরিমাণ ৭.৬৯ একর।
ফলাফল
প্রতিবছর কৃতিত্বের সাথে অনেক ছাত্র-ছাত্রী পাশ করে। পাশের হার ৮৫%।
পোশাক
ছাত্র কালো প্যান্ট ও সাদা শার্টি এবং ছাত্রী সাদা পায়জামা, কামিজ আকাশি রঙ এবং ওড়না সাদা। ছাত্র-ছাত্রীর আইডি কার্ড রাখা আবশ্যক।
অন্যান্য
কলেজে রয়েছে ১টি তিন তলা এবং ১টি চার তলা একাডেমিক ভবন ও টিনশেডে মসজিদ। রয়েছে বিশাল লাইব্রেরী, বিজ্ঞান ল্যাবরেটরি, কম্পিউটার ল্যাব, বিশাল খেলার মাঠ ও একটি বড় পুকুর।
তথ্যসূত্র
- "গংগাচড়া ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হল নবীন বরণ অনুষ্ঠান"। www.alokitosakal.com। ২০২১-০৬-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১৬।
- "বাংলাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান"। www.bdselfstudy.com। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১৬।
- "সরকারি হলো দুই কলেজ"। বাংলাদেশ জার্নাল। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১৬।
- "জাতীয়করণ হওয়া ১৯৯ কলেজের তালিকা"। দৈনিক শিক্ষা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১৬।
- ইতিহাস ও ঐতিহ্য, গংগাচড়া উপজেলার (২০১৩)। গংগাচড়া উপজেলার ইতিহাস ও ঐতিহ্য। রংপুর: লেখক সংসদ। পৃষ্ঠা ১১৩। আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৯২৩-৪৫-০।
- "National University :: College Details"। www.nubd.info। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১৬।
- "গংগাচড়া সরকারি কলেজ, রংপুর, Gangachara, Rangpur., Rangpur (2021)"। www.findglocal.com। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১৬।