খোশবাস উত্তর ইউনিয়ন
খোশবাস উত্তর বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া উপজেলার একটি ইউনিয়ন।
খোশবাস উত্তর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() খোশবাস উত্তর ![]() ![]() খোশবাস উত্তর | |
স্থানাঙ্ক: ২৩°২৫′৪৫″ উত্তর ৯১°২′১″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | বরুড়া উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৬০ |
অবস্থান ও সীমানা
বরুড়া উপজেলার উত্তরাংশে খোশবাস উত্তর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে আগানগর ইউনিয়ন, দক্ষিণে খোশবাস দক্ষিণ ইউনিয়ন, পশ্চিমে চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়ন, উত্তরে চান্দিনা উপজেলার এতবারপুর ইউনিয়ন ও বরকইট ইউনিয়ন এবং উত্তর-পূর্বে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
খোশবাস উত্তর ইউনিয়ন বরুড়া উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বরুড়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৬নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৮ এর অংশ।
শিক্ষা প্রতিষ্ঠান
খোশবাস উত্তর ইউনিয়নে বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন, মাদ্রাসা, উচ্চ বিদ্যালয় এবং কলেজ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্যঃ
১. খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজ
২. খোশবাস কিন্ডার গার্টেন
৩. খোশবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়
৪. খোশবাস নূরে মদিনা মডেল মাদ্রাসা
৫. অলিতলা সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসা
যোগাযোগ ব্যবস্থা
খোশবাস উত্তর ইউনিয়ন এর সাথে বেশ কয়টি সড়ক সংযুক্ত আছে। খোশবাস মধ্য বাজারে মোট তিনটি প্রধান সড়ক মিলিত হয়েছে। খোশবাসকে চান্দিনা উপজেলার সাথে যুক্ত করে চান্দিনা-খোশবাস সংযোগ সড়ক।
সড়কটি খোশবাস মধ্য বাজার থেকে শুরু হয়ে উত্তর দিকে চলে গিয়েছে এবং এটি বরকইট ইউনিয়ন এর মধ্যদিয়ে চান্দিনার সাথে যুক্ত হয়েছে। এই সড়কটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এর সাথেও খোশবাস উত্তর ইউনিয়নকে যুক্ত করেছে। খোশবাস হতে চান্দিনা পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় ৬ কিলোমিটার।
খোশবাস মধ্যবাজার হতে পশ্চিম দিকে চলে গিয়েছে আরেকটি সড়ক, এই সড়কটি খোশবাসকে রামমোহন এর সাথে যুক্ত করে। রামমোহন, খোশবাস উত্তর ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ একটি গ্রাম। খোশবাস হতে রামমোহন পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য ৩ কিলোমিটার।
খোশবাস মধ্যবাজার হতে পূর্ব দিকে চলে গিয়েছে আরেকটি সড়ক, যেটি খোশবাসকে বরুড়া উপজেলার সাথে যুক্ত করেছে। তাছাড়া এই সড়কটি ব্যবহার করে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান কোটবাড়ি যাওয়া যায়। খোশবাস হতে বরুড়া পর্যন্ত এই সড়কটির দৈর্ঘ্য প্রায় ৯ কিলোমিটার।
এসব সড়কে যাতায়াতের জন্য বাহন হিসেবে প্রধানত ব্যবহৃত হয় সিএনজি অটোরিকশা এবং ইজি বাইক। তাছাড়া এসব সড়কে বাংলাােশের ঐতিহ্যবাহী রিকশা সহ অন্যান্য যানবাহন চলাচল করে।
জনপ্রতিনিধি
- মোঃ জাকির হোসেন(নবীপুর) ২০১১-২০১৬
- নাজমুল হাসান (আরিফপুর) ২০১৬-বর্তমান