খোদার পরে মা

খোদার পরে মা হল একটি ঢালিউড এ্যাকশানধর্র্মী ছবি পরিচালনা করেছেন শাহীন সুমন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, সাহারা এবং পার্শ্বচরিত্রে ববিতা, এবং মিশা সওদাগর সহ, আরও অনেকে। ছবিটি মুক্তি পায় ঈদুল ফিতর ২০ আগস্ট ২০১২। ছবিটি মুক্তি পাওয়ার পর ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং ২০১২ সালের সবচেয়ে ব্যাবসাসফল ছবি হিসেবে মর্যাদা লাভ করে।

খোদার পরে মা
পরিচালকশাহীন সুমন
প্রযোজকতাপসী ঠাকুর
রচয়িতাআব্দুল্লাহ জহির বাবু
শ্রেষ্ঠাংশেশাকিব খান
সাহারা
ববিতা
মিশা সওদাগর
সুরকারআলী আকরাম শুভ
পরিবেশকহার্টবির্ট প্রোডাকশন
মুক্তি
  • ২০ আগস্ট ২০১২ (2012-08-20)
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

চরিত্র

  • শাকিব খান ভূমিকা মুন্না/সিডর
  • সাহারা ভূমিকা ভূমিকা মুন্নার প্রেমিকা
  • ববিতা ভূমিকা মুন্নার মা
  • মিশা সওদাগর ভূমিকা সাদা
  • সাদেক বাচ্চু
  • কাজী হায়াৎ
  • ডন
  • কাবিলা
  • নাসরিন

সঙ্গীত

খোদার পরে মা এর সঙ্গীতায়ন করেছেন আলী আকরাম শুভ।

পুরস্কার

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী[1]

তথ্যসূত্র

  1. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা"দৈনিক প্রথম আলো। ৭ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.