খোত উপত্যকা
খোত উপত্যকা (ইংরেজি: Khot Valley) পাকিস্তানের চিত্রালের হিন্দুকুশ রেঞ্জের একটি জনবহুল উপত্যকা। এর প্রধান শহর খোট এবং জনসংখ্যা খোয়ার ভাষায় কথা বলে।
খোত উপত্যকা | |
---|---|
খোত উপত্যকা | |
স্থানাঙ্ক: ৩৫°৫৩′ উত্তর ৭১°৪৮′ পূর্ব | |
দেশ | পাকিস্তান |
প্রদেশ | খাইবার পাখতুনখোয়া |
জেলা | চিত্রাল |
প্রতিষ্ঠিত | ১৯৬৯ |
আয়তন | |
• মোট | ১৬৮ বর্গকিমি (৬৫ বর্গমাইল) |
উচ্চতা | ১,১০০ মিটার (৩,৬০০ ফুট) |
জনসংখ্যা (২০০৩) | |
• মোট | ৩,৫০০ |
• জনঘনত্ব | ২১/বর্গকিমি (৫৪/বর্গমাইল) |
সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+৫) |
টেলিফোন কোড | ০৯৩-৭ |
পৌর সংস্থা | পৌর কর্পোরেশন |
ওয়েবসাইট | www |
বিদ্যালয়
- স্যালিক স্কুল অ্যান্ড কলেজ
- সরকারি মাধ্যমিক বিদ্যালয় খোত
- খোত সায়েন্স অ্যান্ড আর্টস ডিগ্রি কলেজ
- আগা খান হাই স্কুল (মেয়েদের জন্য)
- মাদ্রাসা তালিমুল কুরআন (জামিয়া মসজিদ গেসু)
তথ্যসূত্র
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.