খোড়াগাছ ইউনিয়ন

খোড়াগাছ

অন্যান্য

বাড়ির সংখ্যা-৬৬৮৩টি, হাটের সংখ্যা-৪টি, বাজারের সংখ্যা-৪টি, মসজিদ-৪৫টি, মন্দির-৬টি, শ্বশান-২টি, মহাবিদ্যালয়-২টি, উচ্চ বিদ্যালয়-৬টি, সরকারী প্রাথমিক বিদ্যালয়-২০টি, মাদ্রাসা-৬টি, মক্তব-৫০, কমিউনিটি ক্লিনিক-৩টি, স্যাটে লাইট ক্লিনিক-৮টি, এনজিও কার্যক্রম-৫টি, ক্লাব-৪টি, নদ/নদী-২টি, খাল-৪টি, জলমহল-১টি, বনবিভাগ-১টি, কোল্ড ষ্টোর-১টি, গার্মেন্টস-১টি, ছ”মিল-৯টি, রাইচ মিল-৮টি, চাতাল-৮টি, পোল্ট্রি খামার-২টি, নার্সারী-৫টি, মাজার শরিফ-৩টি, আদর্শ গ্রাম-২টি, পাকা রাস্তা-৩টি, কাচা রাস্তা-৪০টি, কুঠির শিল্প-২টি, ব্রিজ-১৫টি, খেলার মাঠ-৮টি।[1]

গ্রামের তালিকা

বখশিপাড়া, খোড়াগাছ উত্তরপাড়া, গুয়াতিপাড়া, সরকারপাড়া, মাদ্রাসাপাড়া, কুঠিপাড়া, মোড়লপাড়া, মন্ডলপাড়া, মিয়াপাড়া, পাইকারপাড়া, পাচঘরিয়া, নওদাপাড়া, মিরাজ, বাশটারী, মির্জাপুর, কিশামত রসুলপুর, রুপসী হল্লাইপাড়া, উত্তরপাড়া, রুপসী নাপিতপাড়া, রুপসী মধ্যপাড়া, ফকিরপাড়া, রুপসী দোলাপাড়া, ফতেপুর, রুপসী শৌলমারী, রুপসী গাছুয়াপাড়া, রুপনী সর্দারপাড়া, রুপসী বেকীপাড়া, সিকদারপাড়া, রুপসী গাছুয়াপাড়া র্পূবপাড়া, রুপসী ঘোনাপাড়া, রুপনী বড়বাড়ী, রুপসী মুন্সিপাড়, রুপসী হাজীপাড়া, পূর্বপাড়া, বকুলতলা, বনগা জুম্মাপাড়া, মাছুয়াপাড়া, মিয়াপাড়া,নয়াপাড়া, লালপুকুর, ফকিরপাড়া, তেকানী, ওকড়াপাড়া, সিট জারুল্লাপুর, পশ্চিমপাড়া, রংগাতিপাড়া, মৌলভীগঞ্জ, ধরেরপাড়া, পাইকাড় পাড়া, পাইকাড় পাড়া,ফকিরপাড়া, চতড়া, জারুল্লাপুর সরকারপাড়া, গাড়িয়ালপাড়া, ঘোনাপাড়া।[2]

বিখ্যাত

হাড়িভাঙ্গা আম এর উৎপত্তির জন্য বিখ্যাত।

তথ্যসূত্র

  1. "খোরাগাছ ইউনিয়ন"khoragachup.rangpur.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৯
  2. "খোরাগাছ ইউনিয়ন"khoragachup.rangpur.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.