খোট্টাপাড়া ইউনিয়ন
খোট্টাপাড়া বাংলাদেশের বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
খোট্টাপাড়া | |
---|---|
ইউনিয়ন | |
৭নং খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদ | |
খোট্টাপাড়া খোট্টাপাড়া | |
স্থানাঙ্ক: ২৪°৪৬′২৯″ উত্তর ৮৯°২৫′২১″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | বগুড়া জেলা |
উপজেলা | শাজাহানপুর উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | আব্দুল্লাহ আল- ফারুক |
আয়তন | |
• মোট | ১৫.১৮ বর্গকিমি (৫.৮৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২২,৮৪৮ |
• জনঘনত্ব | ১,৫০০/বর্গকিমি (৩,৯০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৮.৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৫৮০১ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
আয়তন
খোট্টাপাড়া ইউনিয়নের আয়তন ৩,৭৫২ একর (১৫.১৮ বর্গ কিলোমিটার)।[1]
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী খোট্টাপাড়া ইউনিয়নের মোট জনসংখ্যা ২২,৮৪৮ জন। এর মধ্যে পুরুষ ১১,৫৮৯ জন এবং মহিলা ১১,২৫৯ জন। মোট পরিবার ৫,৮৮০টি।[1]
শিক্ষা ব্যবস্থা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী খোট্টাপাড়া ইউনিয়নের সাক্ষরতার হার ৪৮.৭%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৪৯.৬% এবং নারীদের মধ্যে সাক্ষরতার হার ৪৭.৭%।[1]
হাট-বাজার
খোট্টাপাড়া ইউনিয়নের সকল হাটঃ
ক্রম নং | হাট/বাজারের নাম |
---|---|
১ | দুবলাগাড়ী হাট |
২ | হরিতোলা বাজার |
৩ | জালশুকা বাজার |
৪ | মোস্তাইল বাজার |
আরও দেখুন
- শাজাহানপুর উপজেলা
- শাজাহানপুর থানা
- বগুড়া জেলা
তথ্যসূত্র
- "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২০।
- "সকল মসজিদ - খোট্টাপাড়া ইউনিয়ন - খোট্টাপাড়া ইউনিয়ন"। khottaparaup.bogra.gov.bd/। ২৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২০।
- "সকল মন্দির - খোট্টাপাড়া ইউনিয়ন - খোট্টাপাড়া ইউনিয়ন"। khottaparaup.bogra.gov.bd/। ২৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২০।
- "আব্দুল্লাহ আল- ফারুক - খোট্টাপাড়া ইউনিয়ন - খোট্টাপাড়া ইউনিয়ন"। khottaparaup.bogra.gov.bd/। ২১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২০।
- "মোঃআব্দুর রউফ - খোট্টাপাড়া ইউনিয়ন - খোট্টাপাড়া ইউনিয়ন"। khottaparaup.bogra.gov.bd/। ২৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২০।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.