খেসারী লাল যাদব
খেসারী লাল যাদব ভোজপুরি চলচ্চিত্রের সাথে সম্পর্কিত একজন ভারতীয় অভিনেতা, গায়ক এবং মডেল।[3] ২০১২ সালে, তাঁর যুগান্তকারী চলচ্চিত্র "সাজন চালে সসুরাল" মুক্তি পায়। ২০১৯ সালে, তিনি কালারসে সম্প্রচারিত জনপ্রিয় রিয়ালিটি অনুষ্ঠান বিগ বসের ১৩তম আসরে একজন প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছিলেন; যেখানে তিনি ২০১৯ সালের ২২শে নভেম্বর তারিখে অপনীত হন।[4][5][6]
খেসারী লাল যাদব 𑂎𑂵𑂮𑂰𑂩𑂲 𑂪𑂰𑂪 𑂨𑂰𑂠𑂫 | |
---|---|
জন্ম | [1] | ১৫ মার্চ ১৯৮৬
জাতীয়তা | ভারত |
পেশা | অভিনেতা, গায়ক, মডেল |
কর্মজীবন | ২০১১–বর্তমান |
আদি নিবাস | ছাপড়া, বিহার, ভারত |
উচ্চতা | ১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি) |
দাম্পত্য সঙ্গী | চন্দ্রা দেবী (বি. ২০০৬)[2] |
সন্তান | কৃতি যাদব মেয়ে), যুগরাজ যাদব (ছেলে), ঋষভ যাদব (ছেলে) |
পিতা-মাতা |
|
পুরস্কার | নিচে দেখুন |
তিনি "সেরা জনপ্রিয় অভিনেতা" বিভাগে ভোজপুরি ফিল্ম অ্যাওয়ার্ডস ২০১৬[7] এবং ২০১৭ সালে ইউপি রতন পুরস্কার জয়লাভ করেছেন।[8] ২০১৯ সালে, তিনি সুপারহিট চলচ্চিত্র সংঘর্ষের জন্য "সেরা অভিনেতা" বিভাগে সাবরং ফিল্ম অ্যাওয়ার্ডস এবং ভোজপুরী সিনেমা স্ক্রিন এবং স্টেজ অ্যাওয়ার্ডস জয়লাভ করেছেন।[9][10]
প্রারম্ভিক জীবন এবং পরিবার
খেসারী ১৯৮৬ সালের ১৫ই মার্চ তারিখে বিহারের সিওয়ান জেলায় জন্মগ্রহণ করেছেন।[1] তিনি চন্দা দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুইটি পুত্র এবং একটি কন্যা রয়েছে।[1][2]
চলচ্চিত্রের তালিকা
এখনও মুক্তি না পাওয়া চলচ্চিত্র নির্দেশ করে |
সাল | চলচ্চিত্র | চরিত্র | সহ-শিল্পী | ভাষা | নোট |
---|---|---|---|---|---|
২০১১ | সজন চলে সসুরাল | সজন | স্মৃতি সিনহা, নেহা শ্রী | ভোজপুরি | |
২০১২ | জান তেরে নাম | তনুশ্রী চ্যাটার্জি | ভোজপুরি | ||
২০১২ | দিল লে গায়ি ওড়নিয়া ওয়ালী | খেসারী | অঞ্জনা সিং | ভোজপুরি | |
২০১২ | দেবরা পর মনবা ডোলে | স্মৃতি সিনহা | ভোজপুরি | ||
২০১২ | নাগিন | রাণী চ্যাটার্জি, অন্তরা বিশ্বাস | ভোজপুরি | ||
২০১২ | লহু কে দো রঙ | অঞ্জনা সিং | ভোজপুরি | ||
২০১৩ | হাওয়া মে উড়তা জায়ে | স্মৃতি সিনহা | ভোজপুরি | ||
২০১৩ | সাপুত | ভোজপুরি | |||
২০১৩ | দুধ কা কর্জ | অঞ্জনা সিং, দিনেশ লাল যাদব, স্মৃতি সিনহা | হিন্দি | ||
২০১৩ | পেয়ার ঝুকতা নেহি | কিষন | স্মৃতি সিনহা, অক্ষরা সিং | ভোজপুরি | |
২০১৩ | পেয়ার কৌনো খেল না হ্যাঁয় | ভোজপুরি | |||
২০১৩ | এ বালমা বিহারওয়ালা | অক্ষরা সিং | ভোজপুরি | ||
২০১৩ | সনসার | অঞ্জনা সিং | ভোজপুরি | ||
২০১৩ | তেরি কসম | শুভি শর্মা, মনিকা বাত্রা | ভোজপুরি | ||
২০১৩ | কাচ্চে ধাগে | গোপাল | স্মৃতি সিনহা | ভোজপুরি | |
২০১৩ | ছাপরা এক্সপ্রেস | শুভি শর্মা | ভোজপুরি | ||
২০১৪ | বেতাব | অক্ষরা সিং, প্রিয়া শর্মা | ভোজপুরি | ||
২০১৪ | প্রতিজ্ঞা ২ | স্মৃতি সিনহা, পবন সিং, কাজল রাঘবানী, অক্ষরা সিং | ভোজপুরি | ||
২০১৪ | শোলা শবনম | তনুশ্রী চ্যাটার্জি | ভোজপুরি | ||
২০১৪ | চরনো কি সুগন্ধ | শুভি শর্মা, কাজল রাঘবানী | ভোজপুরি | ||
২০১৪ | তেরে নাম | অন্তরা বিশ্বাস | ভোজপুরি | ||
২০১৪ | জানেমন | প্রেম | কাজল রাঘবানী, প্রিয়াঙ্কা পণ্ডিত | ভোজপুরি | |
২০১৪ | খুন ভারি মাং | অঞ্জনা সিং, অন্তরা বিশ্বাস | ভোজপুরি | ||
২০১৪ | লহু পুকারেলা | অঞ্জনা সিং | ভোজপুরি | ||
২০১৪ | জো জিতা ওয়াহি সিকান্দর | প্রিয়াঙ্কা পণ্ডিত, পুনম দুবে | ভোজপুরি | ||
২০১৪ | হাতকরি | দিনেশ লাল যাদব, অঞ্জনা সিং | ভোজপুরি | ||
২০১৪ | লাডলা | খেসারী | নেহা শ্রী | ভোজপুরি | |
২০১৫ | লটখর | অন্তরা বিশ্বাস | ভোজপুরি | ||
২০১৫ | সাথিয়া | অক্ষরা সিং | ভোজপুরি | ||
২০১৫ | তু মেরা হিরো | রিতিকা শর্মা | ভোজপুরি | ||
২০১৫ | বন্ধন | সুরোজ | স্মৃতি সিনহা, গীতাঞ্জলী | ভোজপুরি | |
২০১৫ | হাসিনা মান জায়েগি | অঞ্জনা সিং | ভোজপুরি | ||
২০১৫ | ইন্তেকাম | আফতাব | কাজল রাঘবানী, বিরাজ ভাট্টা, পুনম দুবে | ভোজপুরি | |
২০১৫ | জনম | রাণী চ্যাটার্জি, বিরাজ ভাট্টা, পুনম দুবে | ভোজপুরি | ||
২০১৫ | হিরো নং ১ | অক্ষরা সিং, প্রিয়াঙ্কা পণ্ডিত | ভোজপুরি | ||
২০১৫ | খেসারী কে প্রেম রোগ | কাব্য সিং | ভোজপুরি | ||
২০১৬ | জোয়ালা | দীপক/জোয়ালা | তনুশ্রী চ্যাটার্জি | ভোজপুরি | |
২০১৬ | সজল চলে সসুরাল ২ | সজন | স্মৃতি সিনহা | ভোজপুরি | |
২০১৬ | দিলওয়ালা | অজয় | অক্ষরা সিং, রণজিৎ সিং | ভোজপুরি | |
২০১৬ | দাবাং আশিক | কাজল রাঘবানী, অঞ্জনা সিং | ভোজপুরি | ||
২০১৬ | খিলাড়ি | খেসারী | মধু শর্মা | ভোজপুরি | |
২০১৬ | হোগি পেয়ার কি জিত | সুরোজ | সুইটি ছাবড়া | ভোজপুরি | |
২০১৭ | মেহেদী লাগা কে রাখনা | রাজা | কাজল রাঘবানী, রিতু সিং | ভোজপুরি | সেরা অভিনেতা পুরস্কার[11] |
২০১৭ | আতঙ্কবাদী | আরমান | শুভি শর্মা | ভোজপুরি | |
২০১৭ | জিলা চম্পরন | মনি ভট্টাচার্য, মোহিনী ঘোষ | ভোজপুরি | ||
২০১৭ | হাম হ্যাঁয় হিন্দুস্তানি | কাজল রাঘবানী | ভোজপুরি | ||
২০১৭ | ম্যায় সেহরা বান্ধ কে আয়ুঙ্গা | রাজা | কাজল রাঘবানী | ভোজপুরি | |
২০১৭ | মুকাদ্দর | খেসারী | কাজল রাঘবানী, শুভি শর্মা | ভোজপুরি | [12] |
২০১৭ | কসম প্যায়দা করনে ওয়ালে কি | খেসারী | যশ কুমার মিশ্র, রিতু সিং | ভোজপুরি | |
২০১৮ | দিওয়ানাপন | রাজা | কাজল রাঘবানী | ভোজপুরি | [13] |
২০১৮ | ডামরু | ভোলা | যশিকা কাপুর | ভোজপুরি | |
২০১৮ | রাজাজনি | রাজা | প্রীতি বিশ্বাস | ভোজপুরি | |
২০১৮ | দুলহান গঙ্গা পাড় কে | কৃষ্ণ | কাজল রাঘবানী | ভোজপুরি | [14] |
২০১৮ | সংঘর্ষ | কানহাইয়া | কাজল রাঘবানী ভোজপুরি | ||
২০১৮ | বালাম জি লাভ ইউ | রাজু | কাজল রাঘবানী | ভোজপুরি | |
২০১৮ | নাগদেব | কাজল রাঘবানী | ভোজপুরি | [15] | |
২০১৮ | দাবাং সরকার | বীর প্রতাপ সিং | কাজল রাঘবানী, আকাঙ্ক্ষা অবস্থি | ভোজপুরি | [16] |
২০১৯ | কুলি নং ১ | কাজল রাঘবানী | ভোজপুরি | ||
২০১৯ | বাধি- এক যুদ্ধ | কাজল রাঘবানী | ভোজপুরি | [17] | |
২০১৯ | ভাগ খেসারী ভাগ | ঘোষিত হবে | স্মৃতি সিনহা | ভোজপুরি | [18] |
২০১৯ | মেরি জাং মেরা ফ্যায়সলা | ঘোষিত হবে | মুনমুন ঘোষ | ভোজপুরি | [19] |
২০১৯ | দুনিয়া | ঘোষিত হবে | ভোজপুরি | [20] | |
২০২০ | হেরাফেরি | ঘোষিত হবে | কাজল রাঘবানী | ভোজপুরি | [21] |
২০২০ | তেরি মেহেরবানিয়া | ঘোষিত হবে | কাজল রাঘবানী | ভোজপুরি | [22] |
পুরস্কার
সাল | পুরস্কার | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল | উল্লেখ |
---|---|---|---|---|---|
২০১৬ | ভোজপুরি সিনে অ্যাওয়ার্ডস | সেরা জনপ্রিয় অভিনেতা | বিজয়ী | [7] | |
২০১৮ | সেরা অভিনেতা | মেহেদী লাগা কে রাখনা | বিজয়ী | [23] | |
২০১৯ | ভোজপুরি সিনেমা স্ক্রিন অ্যান্ড স্টেজ অ্যাওয়ার্ডস | সংঘর্ষ | বিজয়ী | [24] | |
সবরং অ্যাওয়ার্ডস | বিজয়ী | [25] |
তথ্যসূত্র
- Pratik Shekhar (১৫ মার্চ ২০১৯)। "बर्थडे स्पेशल: सड़क किनारे लिट्टी-चौखा बेचने वाले खेसारीलाल ऐसे बने भोजपुरी के सुपरस्टार"। Zee News (হিন্দি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৯।
- "Bhojpuri film actor Khesari Lal Yadav wife"। Dainik Bhaskar (হিন্দি ভাষায়)। ২০ জানুয়ারি ২০১৮। ২৯ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮।
- "Khesari Lal turns inspector"। The Times of India। ২৯ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৬।
- "Bigg Boss 13: Shefali Jariwala, Khesari Lal Yadav Enter as Wild Card Contestants"। News18। ৩১ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৯।
- DNA Web Team (৩০ অক্টোবর ২০১৯)। "'Bigg Boss 13': Shefali Jariwala joins Khesari Lal Yadav, Tehseen Poonawalla, Hindustani Bhau as wildcard contestants"। DNA India। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৯।
- "Bigg Boss 13: भोजपुरी एक्टर खेसारी लाल यादव हुए घर से बाहर, सलमान खान ने नहीं बल्कि बिग बॉस ने खुद किया ये काम"। Hindustan (hindi ভাষায়)। ২২ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৯।
- "भोजपुरी सिनेमा के ये हैं सुपरस्टार..एक बार फिर किया साबित! | Khesari Lal Yadav won best popular actor award - Hindi Filmibeat"। ১৫ নভেম্বর ২০১৬।
- "खेसारीलाल को मिला यूपी रत्न सम्मान"। ১২ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- Ramesh Kumar (২৪ সেপ্টেম্বর ২০১৯)। "BCSASA 2019: फिल्म संघर्ष के लिए खेसारी लाल यादव को मिला बेस्ट एक्टर का अवार्ड, जानिए पूरी लिस्ट"। Hindi Rush (Hindi ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৯।
- Shivani Gite (২৪ সেপ্টেম্বর ২০১৯)। "Khesari Lal Yadav's and his daughter won the award in this category"। Newstrack। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৯।
- "एक बार फिर नए अंदाज़ में सामने आएगा 'मेहंदी लगा के रखना'!"। Fimlibeat। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৮।
- "भोजपुरी सुपस्टार खेसारी लाल के फिल्म मुकद्दर ने You Tube पर मचाया धमाल, अब तक इतने लोगों ने देखा"। Patrika। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৮।
- "खेसारी लाल यादव का YouTube पर 'दिवानापन', दिल को छू लेने वाली कहानी ने मचाया धमाल"। NDTV India। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৮।
- "खेसारीलाल यादव की फिल्म 'दुल्हिन गंगा पार के'10 अगस्त को मुंबई-गुजरात में होगी रिलीज"। Prabhat Khabar। ১৮ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৮।
- "Nagdev Bhojpuri Movie"। www.Bhojpurifilmiduniya.com। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৮।
- "खेसारी लाल यादव बन गए 'दबंग, बनाई ऐसी बॉडी सलमान खान को भी हो जाए रश्क"। NDTV Khabar। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৮।
- "Khesari Lal Yadav and Kajal Raghwani starrer 'Baaghi Ek Yodha' trailer is out"। The Times of India। ৯ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৯।
- Zee Media Bureau (২৯ মার্চ ২০১৯)। "Khesari Lal Yadav to start shooting for 'Bhaag Khesari Bhaag' in April"। Zee News। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৯।
- "देखिए, खेसारी लाल यादव की नई फिल्म 'मेरी जंग मेरा फैसला' का ऑफिशल ट्रेलर"। Navbharat Times (Hindi ভাষায়)। ১৩ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৯।
- Santosh Kumar Trivedi (২০ আগস্ট ২০১৯)। "भोजपुरी फिल्म 'दुनिया' में आवाज देंगी जयपुर की सिंगर वीणा मोदानी"। Patrika (Hindi ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৯।
- "From 'Teri Meharbaniyan' To 'Hera Pheri'; Upcoming Movies Of Bhojpuri Star Pair Khesari Lal Yadav And Kajal Raghwani"। Times Of India। ২৩ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৯।
- NewsX Bureau (৭ মার্চ ২০১৯)। "Khesari Lal Yadav, Kajal Raghwani's latest selfie goes viral on social media"। NewsX। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৯।
- "Bhojpuri Cine Awards 2018 live updates: Ravi Kishan-Manoj Tiwari add the star power!"। Zee News। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৮।
- Ramesh Kumar (২২ সেপ্টেম্বর ২০১৯)। "BCSASA 2019: फिल्म संघर्ष के लिए खेसारी लाल यादव को मिला बेस्ट एक्टर का अवार्ड, जानिए पूरी लिस्ट"। Hindi Rush (Hindi ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৯।
- Bhaskar News Network (৭ সেপ্টেম্বর ২০১৯)। "सीवान के विकास सिंह को भोजपुरी सुपर स्टार खेसारीलाल यादव ने किया सम्मानित"। Dainik Bhaskar (Hindi ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৯।