খেলে হাম জি জান সে
খেলে হাম জি জান সে আশুতোষ গোয়ারিকার প্রোডাকসন্-এর একটি হিন্দী চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করছেন আশুতোষ গোয়ারিকর এবং মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অভিষেক বচ্চন ও দীপিকা পাড়ুকোন। মানিনী চ্যাটার্জী রচিত ডু অ্যান্ড ডাই উপন্যাস অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক আশুতোষ গোয়ারিকার। এই উপন্যাসটির পটভূমি হলো চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন, ১৯৩০।[4] ছবিটির অধিকাংশ চিত্রগ্রহণ হয়েছে গোয়া এবং মুম্বই-এ। ছবিটি বিশ্বজুড়ে মুক্তি পায় ৩-রা ডিসেম্বর ২০১০।[5]
খেলে হাম জি জান সে | |
---|---|
পরিচালক | আশুতোষ গোয়ারিকর |
প্রযোজক | অজয় বিজলী সঞ্জয় কে. বিজলী সুনীতা গোয়ারিকার |
রচয়িতা | মানিনী চ্যাটার্জী (মূল রচনা) আশুতোষ গোয়ারিকর (চিত্রনাট্য) |
শ্রেষ্ঠাংশে | অভিষেক বচ্চন দীপিকা পাড়ুকোন |
সুরকার | সোহেল সেন জাভেদ আখতার (কথা) |
চিত্রগ্রাহক | কীরন দেওহনস্ |
সম্পাদক | দীলিপ দেও |
প্রযোজনা কোম্পানি | মেহবুব স্টুডিও |
পরিবেশক | পি.ভি.আর পিকচার্স আশুতোষ গোয়ারিকার প্রোডাকসন্ |
মুক্তি | ০৩.১২.২০১০ |
দেশ | ভারত |
ভাষা | হিন্দী |
নির্মাণব্যয় | ₹৪৫০ মিলিয়ন (US$ ৫.৫ মিলিয়ন)[1][2] |
আয় | ₹ ৪৯.১ মিলিয়ন (US$ ৬,০০,১৬৪.০৩)[3] |
পটভূমি
১৯৩০ সালের ব্রিটিশ ভারত; অবিভক্ত বাংলার চট্টগ্রাম নামে এক ছোট বন্দর শহর গর্জে উঠল ব্রিটিশ অপশাসন ও অত্যাচারের বিরুদ্ধে। একের পর এক নাশকতামূলক কর্মকান্ডে নড়ে গেল সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের ভীত। ক্রমে ক্রমে সারা দেশে ছড়িয়ে পড়ল সেই বিদ্রোহের আগুন। ১৮ই এপ্রিল রাতে ৬৪ সদস্যের একটি বিপ্লবী দল বিভিন্ন জায়গায় যুগপৎ পাঁচটি আক্রমণের দ্বারা ত্রস্ত করে দিয়েছিল অত্যাচারী শাসক শ্রেনীকে। এই ৬৪ জনের মধ্যে ছিলেন ৫৬ জন সাহসী কিশোর, ৫ জন বিপ্লবী যুবা, ২ জন তরুনী এবং আদর্শবাদী স্বাধীনতা সংগ্রামী মাস্টারদা সূর্য সেন।
খেলে হাম জি জান সে ছবিতে পরিচালক এই পটভূমিকাকে অত্যন্ত নিপুন ও সুচারু ভাবে ফুটিয়ে তুলেছেন। এই ছবিতে চট্টগ্রাম অভ্যুত্থানের প্রায় সমস্ত ঘটনা চিত্রায়িত হয়েছে।
চরিত্র
- অভিষেক বচ্চন - সূর্য সেন
- দীপিকা পাড়ুকোন - কল্পনা দত্ত
- বিশাখা সিংহ - প্রীতিলতা ওয়াদ্দেদার
- সিকান্দর খের - নির্মল সেন
- মনিন্দর সিং - অনন্ত সিং
- ফিরোজ ওয়াজিদ খান - লোকনাথ বল
- শ্রেয়াস পান্ডিত - অম্বিকা চক্রবর্তী
- সম্রাট মুখার্জী - গণেশ ঘোষ
- আমিন গাজী - হরিপদ ভট্টাচার্য
- স্মিত শেঠ - জীবন ঘোষাল
- নীতিন প্রভাত - হরিগোপাল বল
- নরেন্দ্র বিন্দ্রা - রজতকুমার সেন
- রোহন পেইন্টর - আনন্দ গুপ্ত
- পলাশ মুচ্চল - সুবোধ রায় (ঝুঙ্কু)
- মোহসিন খান - হিমাংশু সেন
তথ্যসূত্র
- "Young rebels | Business Standard News"। Business-standard.com। ২০১১-১০-০১। সংগ্রহের তারিখ ২০১৪-০৮-০৬।
- "PVR tells Gowarikar to restrict KHJJS duration to 2১⁄২ hrs?"। ২৫ এপ্রিল ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১০। templatestyles stripmarker in
|শিরোনাম=
at position 52 (সাহায্য) - Boxofficeindia.Com Trade Network। "All India 2010"। Boxofficeindia.Com। ২১ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১১।
- "Ashutosh Gowariker's Khelein Hum Jee Jaan Sey to be released on December 3."। Daily News & Analysis। ২২ এপ্রিল ২০১০। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১১।
- Here is the first Theatrical Trailer of Ashutosh Gowariker's Khelein Hum Jee Jaan Sey. KHJJS Official Facebook page. Retrieved 12-10-2010