খেরুয়াজানী ইউনিয়ন
খেরুয়াজানী ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[1][2]
খেরুয়াজানী | |
---|---|
ইউনিয়ন | |
১০নং খেরুয়াজানী ইউনিয়ন পরিষদ | |
খেরুয়াজানী খেরুয়াজানী | |
স্থানাঙ্ক: ২৪°৪৫′৩৯″ উত্তর ৯০°১৬′৭″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | ময়মনসিংহ জেলা |
উপজেলা | মুক্তাগাছা উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
উত্তরে ৫নং বাসাটি ইউনিয়ন, পশ্চিমে কাশিমপুর ও
পূর্ব পাশে ময়মনসিংহের কাতলাসেন ইউনিয়ন এবং দক্ষিণে ফুলবাড়িয়া উপজেলার ৪নং বালিয়ান ইউনিয়ন।
ইতিহাস
ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার একটি ঐতিহ্যবাহী ও বৃহত্তম জনপদ হলো ১০ নং খেরুয়াজানী ইউনিয়ন। কালের পরিক্রমায় আজ অত্র ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় আজও সমুজ্জ্বল। প্রাচীনকাল থেকেই এই অঞ্চলের মানুষের বসবাস। প্রাচীনকাল থেকে এখানে ইসলামিক কার্যকলাপ চলে আসছে,দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে ইসলাম প্রচারের লক্ষে আউলিয়া, বুজুর্গ ব্যক্তিগণ খেরুয়াজানী তে আসেন। তার একটি প্রাচীন নিদর্শন হচ্ছে গড়বাজাইল বাজার। এর পুরাতন নাম ছিল বুজুর্গ ভিটা। এই বাজারের নিচে বহু পুরাতন কবর রয়েছে। ধারণা করা হয় এরা বিভিন্ন অঞ্চল থেকে এখানে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন। মুক্তাগাছা অঞ্চলে ইসলাম প্রচারের জন্য এখান থেকেই তারা মূলত ধর্ম প্রচার শুরু করেন। তারা মূলত ফকির নামেই পরিচিত। এবং এই অঞ্চলে ফকির বংশের অনেক লোকজন বসবাস করে তাদের পূর্বসূরিরা এখানে ইসলাম প্রচার করেন বলে তাদের ধারণা।
প্রশাসনিক এলাকা
উত্তরে বাষাটি ইউনিয়ন, পূর্বে দাপুনিয়া ইউনিয়ন, দক্ষিণে বালিয়ান ইউনিয়ন। এবং পশ্চিমে কাশিমপুর ইউনিয়ন অবস্থিত।
গ্রাম সমুহ
১ গড়বাজাইল ( দুটি অংশ ৫ নং ওয়ার্ড ভিটিবাড়ি ও ৬ নং ওয়ার্ড নবীনগঞ্জ) ২ ভিটি বাড়ি ৩ রমেশ বাড়ি ৪ খেরুয়াজানী (দুটি অংশ) ৫ মহেশ বাড়ি ৬ সৈয়দ গ্রাম ৭ বাহির বাজাইল ৮ চাপুরিয়া ৯ শিবপুর ১০ কবিরপুর ১১ কৃষ্ণ বাড়ি ১২ বানিয়াবাড়ী ১৩ যাত্রাটি ১৪ বানিয়াকাজী ১৫ খিলগাতি ১৬ আমবুদপুর ১৭ বন্ধগোয়ালিয়া ১৮ হরিপুরদেউলী ১৯ রহিমবাড়ি ২০ ইটাচকি ২১ পলশা
হাট বাজার
খেরুয়াজানী বাজার , গরবাজাইল বাজার , নবীনগঞ্জ বাজার , ভিটিবাড়ি বাজার , কালিবাড়ি বাজার , মিলনগঞ্জ বাজার ।
সামাজিক সংগঠন সমূহ
আয়তন ও জনসংখ্যা
৩০.২০ বর্গ কিলোমিটার। লোকসংখ্যা- ৩৩৬৮৮ জন।
শিক্ষা
শিক্ষার হার : ৪৩.৬৫ শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয় ১) খেরুয়াজানী উচ্চ বিদ্যালয়। ২) পলসা আদর্শ উচ্চ বিদ্যালয়। ৩) গড়বাজাইল উচ্চ বিদ্যালয়। ৪) লক্ষ্মীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়। ৫) বানিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়। মাদ্রাসা ১) বিডি বাড়ি আলিম মাদ্রাসা। ২) হাজী কাশেম আলী মহিলা দাখিল মাদ্রাসা নবীগঞ্জ বাজার।
দর্শনীয় স্থান
প্রাচীন ভূইয়া বাড়ি জামে মসজিদ,
কৃষ্ণবাড়ি ইউপি পরিষদ
গড়বাজাইল নবিনগঞ্জ বাজারের পূর্বপাশে আয়মন নদীর তীর বা বৈরাগী কাঁঠাল তলা।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান- মোঃ হারুন-আর রশিদ ১০নং খেরুয়াজানী ইউনিয়ন পরিষদ নির্বাচনের নবনির্বাচিত চেয়ারম্যান সহ সকল জনপ্রতিনিদের তালিকা। [নির্বাচন অনুষ্ঠানের তারিখ **২৮শে নভেম্বর ২০২১**ইং]
চেয়ারম্যান: - জনাব মোঃ হারুন-অর-রশিদ।
১ নং (১,২,৪) ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে - মোছাঃ মানিক জান।
২ নং (৩,৫,৬)ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে - মোছাঃ রৌশন আক্তার।
৩ নং (৭,৮,৯) ওয়ার্ডের রক্ষিত মহিলা আসনে - মোছাঃ সাবিনা ইয়াসমিন।
১ নং ওয়ার্ডের মেম্বার - মোঃ মুখলেসুর রহমান।
২ নং ওয়ার্ডের মেম্বার - মোঃ নজরুল ইসলাম।
৩ নং ওয়ার্ডের মেম্বার - মোঃ রেজাউল করিম।
৪ নং ওয়ার্ডের মেম্বার - মোঃ আতিকুর রহমান।
৫ নং ওয়ার্ডের মেম্বার - মোঃ চান মিয়া।
৬ নং ওয়ার্ডের মেম্বার - মোঃ ইদ্রিস আলী।
৭ নং ওয়ার্ডের মেম্বার - মোঃ আব্দুল কাদের তারা।
৮ নং ওয়ার্ডের মেম্বার - মোঃ ইসমাইল হোসেন সরকার।
৯ নং ওয়ার্ডের মেম্বার -মোঃ রুহুল আমিন সরকার।
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | মরহুম আব্দুল হান্নান | ১৯৯৬-২০০১ |
০২ | মাহাবুবুল আলম ফকির | ২০০১-২০১১ |
০৩ | আমিনুল ইসলাম রিপন | ২০১১-২০১৬ |
০৪ | রফিকুল ইসলাম মাজহার | ২০১৬-২০২১ |
০৫ | মোঃ হারুন-আর রশিদ | ২০২১-বর্তমান |
০৬ | ||
০৭ |
তথ্যসূত্র
- "খেরুয়াজানী ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২০।
- "মুক্তাগাছা উপজেলা"। বাংলাপিডিয়া। ২৯ জানুয়ারি ২০১৫। ২৪ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২০।