খুলনা জেলার ইউনিয়ন পরিষদসমূহ
খুলনা জেলার ইউনিয়ন পরিষদসমূহ হচ্ছে বাংলাদেশের বৃহত্তর খুলনা জেলার ক্ষুদ্রতম পল্লী অঞ্চল এবং স্থানীয় সরকার একটি প্রশাসনিক ইউনিট।[1] খুলনা জেলায় মোট ৯টি উপজেলার ৬৭টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত হয়েছে। নিম্নে বিস্তারিত তালিকা উল্লেখ করা হল:
বাংলাদেশ প্রবেশদ্বার
|
কয়রা উপজেলা
কয়রা উপজেলা ৭টি ইউনিয়ন, ৬৩ টি ওয়ার্ড, ৭২ টি মৌজা/মহল্লা এবং ১৩১ টি গ্রাম নিয়ে গঠিত হয়েছে।[2]
দাকোপ উপজেলা
দাকোপ উপজেলার প্রশাসনিক কার্যক্রম ১৯১৩ সালে শুরু হয় এবং ১৯৮৩ সালে উপজেলায় রুপান্তর করা হয়। এখানে ৮টি ইউনিয়ন পরিষদ, ২৬টি মৌজা এবং ১০৭টি গ্রাম নিয়ে গঠিত হয়েছে।[3][4]
পাইকগাছা উপজেলা
পাইকগাছা উপজেলা ১০টি ইউনিয়ন পরিষদ, ১৭২ মৌজা/মহল্লা এবং ২১২টি গ্রাম নিয়ে গঠিত হয়েছে।[5]
বটিয়াঘাটা উপজেলা
বটিয়াঘাটা উপজেলা ৭টি ইউনিয়ন পরিষদ/ওয়ার্ড, ১৩টি মৌজা/মহল্লা এবং ১৫টি গ্রাম নিয়ে গঠিত হয়েছে।[6]
ফুলতলা উপজেলা
ডুমুরিয়া উপজেলা
তেরখাদা উপজেলা
দিঘলিয়া উপজেলা
তথ্যসূত্র
- Khan, Mohammad Mohabbat। "Functioning of Local Government (Union Parishad): Legal and Practical Constraints" (পিডিএফ)। Democracywatch। ১৭ এপ্রিল ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১২।
- "এক নজরে কয়রা | Koyra Upazila | কয়রা উপজেলা"। koyra.khulna.gov.bd। ২০১৭-০৩-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-১৯।
- শাহ সিদ্দিক (২০১২)। "দাকোপ উপজেলা"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- "Population Census Wing, BBS"। ২০০৫-০৩-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৬-১১-১০।
- "Population Census Wing, BBS."। ২০০৫-০৩-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১০, ২০০৬।
- শাহ সিদ্দিক (২০১২)। "বটিয়াঘাটা উপজেলা"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.