খুলনা আলিয়া মাদ্রাসা

খুলনা আলিয়া কামিল মাদ্রাসা বাংলাদেশের খুলনা বিভাগের একটি গুরুত্বপূর্ণ আলিয়া মাদ্রাসা। বাংলাদেশের বিভাগীয় পর্যায়ের আলিয়া খ্যাতনামা মাদ্রাসাগুলোর মধ্যে এই মধ্যে এই মাদ্রাসা অন্যতম। এই মাদ্রাসা ১৯৫২ সালে খুলনা মহানগরীতে প্রতিষ্ঠা করা হয়।[1][2] দাখিল ও আলিম পর্যায়ের ফলাফলের দিক থেকে এই মাদ্রাসার সুনাম রয়েছে।[3] খুলনা বিভাগের দাখিল, আলিম, ফাজিল, কামিল প্রভৃতি পরীক্ষার সময় এই মাদ্রাসাকে কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয়।

খুলনা আলিয়া কামিল মাদ্রাসা
খুলনা আলিয়া মাদ্রাসার লোগো
ধরনএমপিও ভুক্ত
স্থাপিত এপ্রিল ১৯৫২ (1952-04-02)
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া (২০০৬- ২০১৬)
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬- বর্তমান)
মাধ্যমিক অন্তর্ভুক্তিবাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
শিক্ষার্থীআনু. ১৪০০
ঠিকানা
খান জাহান আলী রোড
, , ,
শিক্ষাঙ্গনশহুরে
EIIN সংখ্যা১১৭১৬২
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাটমিন্টন
এমপিও সংখ্যা৬০০৫০৩২৪০১
ওয়েবসাইটhttp://kakm.edu.bd/
http://117162.ebmeb.gov.bd/

ইতিহাস

১৯৫২ সালে ২ এপ্রিল তারিখে খুলনা বিভাগের প্রানকেন্দ্রে এই মাদ্রাসা স্থাপন করা হয়। এরপর ১৯৬৬ সালের ১ জুলাই পাকিস্তান সরকার কর্তৃক এই মাদ্রাসাটি অনুমোদন লাভ করে।[1] পরবর্তীতে স্থানীয় ব্যক্তিবর্গের প্রচেষ্টায় ধীরে ধীরে এই মাদ্রাসা কামিল মাদ্রাসায় রূপান্তরিত হয়। ২০২০ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ৫০টি মডেল উদ্বোধন করেন, এর মধ্যে একটি খুলনা আলিয়া মাদ্রাসা মডেল মসজিদ[4][5] খুলনার স্থানীয় শিক্ষাবিদগনেরা বহুদিন যাবত এই মাদ্রাসাকে এই মাদ্রাসাকে ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসাসিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মত সরকারি মাদ্রাসায় রূপান্তরিত করার দাবী জানিয়ে আসছে।[6][7]

শিক্ষা কার্যক্রম

খুলনা আলিয়া মাদ্রাসায় প্রাথমিক শিক্ষাস্তর ইবতেদায়ী থেকে শুরু করে আলিয়া মাদ্রাসার সর্বোচ্চ পর্যায় কামিল শ্রেণী পর্যন্ত রয়েছে। এছাড়ারাও এই মাদ্রাসার দাখিল ও আলিম উভয় স্তরে বিজ্ঞান ও মানবিক শাখা বিদ্যমান রয়েছে। এই মাদ্রাসার শিক্ষার্থীরা পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে থাকে। এছাড়াও এই মাদ্রাসার ফাজিল ও কামিল পর্যায়ে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ প্রভৃতি বিভাগ চালু আছে। ফাজিল ও কামিল পর্যায়ের ছাত্রদের বিষয়ভিত্তিক গবেষণার সুযোগ রয়েছে। মাদ্রাসার প্রাতিষ্ঠানিক রেজাল্ট সবসময় খুলনা বিভাগের শীর্ষস্থানে থাকে। এছাড়াও এই মাদ্রাসার বহু শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে থাকে।

সুযোগ-সুবিধা

খুলনা বিভাগীয় শহরে অবস্থিত এই মাদ্রাসা আধুনিক সকল সুযোগ সুবিধা সম্পন্ন একটি মাদ্রাসা। শিক্ষার্থীদের সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে এই মাদ্রাসায়। বিশাল আকারের খেলার মাঠ, পড়াশোনার জন্য লাইব্রেরী, গবেষণাগার, বিতর্ক আয়োজনের জন্য ডিবেটিং সোসাইটি রয়েছে। এছাড়া মেয়েদের জন্য কমন রুম ও অভ্যন্তরীণ সময় কাটানোর জন্য খেলাধুলার সুযোগ রয়েছে।

খেলার মাঠ

এই মাদ্রাসার শিক্ষার্থীরা খেলাধুলার ক্ষেত্রে সাক্ষরতার প্রমান রেখেছে। মাদ্রাসার বিশাল মাথে বেশিরভাগ সময় ছাত্ররা ক্রিকেট, ফুটবল ও ভলিবল খেলে থাকে। মাদ্রাসার শিক্ষার্থীরা জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে থাকে। মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে মাঠের উন্নয়ন ও খেলাধুলার সামগ্রী বহন করা থাকে।

মডেল মসজিদ

খুলনা আলিয়া মাদ্রাসায় একটি আধুনিক মসজিদ রয়েছে। এই মসজিদটি মাদ্রাসার ছাত্র ও শিক্ষকগণ নামাজ পরতেন। ২০২০ সালে সারা দেশে আলিয়া মাদ্রাসা মডেল মসজিদসহ ৫০টি মডেল উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রগুলোর মধ্যে একটি খুলনার খান জাহান আলী সড়কের খুলনা আলিয়া কামিল মাদ্রাসার কাছে নির্মিত হবে। এই চারতলা মসজিদে নারী-পুরুষ উভয়ই নামাজ আদায় করতে পারবেন।[4][8]

গ্রন্থাগার

মাদ্রাসার সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত লাইব্রেরি রয়েছে। দাখিল থেকে শুরু করে কামিল পর্যায়ের সকল শিক্ষার্থীরা এখান থেকে বই ধার নিয়ে পড়াশোনা করতে পারে। মাদ্রাসার গ্রন্থাগারে আল কুরআন, আল হাদিস, তাফসীর, আল ফিকহ, ইসলামের ইতিহাস প্রভৃতি বিষয়ের উপর বহু মূল্যবান বই রয়েছে। মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এই লাইব্রেরীতে এসে পড়াশোনাও করতে পারে।

বিজ্ঞানাগার

মাদ্রাসার বিজ্ঞান বিভাগের ছাত্রদের গবেষণা ও ল্যাব ক্লাস করার জন্য মাদ্রাসায় উন্নতমানের বিজ্ঞানানার প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে ছাত্ররা পাঠদান সময়ে ও অবসর সময়ে গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা করতে পারে।

প্রাক্তন শিক্ষার্থী

তথ্যসূত্র

  1. "Khulna Alia Kamil Madrasah - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩
  2. "খুলনায় কখন কোথায় ঈদের জামাত"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩
  3. প্রতিবেদক, নিজস্ব। "খুলনায় আলিম পরীক্ষায় আলিয়া ও দারুল কোরআন মাদরাসা এগিয়ে"DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩
  4. "খুলনার আলিয়া মাদ্রাসা মডেল মসজিদ (ভিডিও) | কালের কণ্ঠ"Kalerkantho। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩
  5. "খুলনা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে নির্মিত মডেল মসজিদের উদ্বোধন আজ · দক্ষিণাঞ্চল প্রতিদিন"দক্ষিণাঞ্চল প্রতিদিন (ইংরেজি ভাষায়)। ২০২১-০৬-০৯। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩
  6. "প্রতিষ্ঠার ৬৬ বছরেও জাতীয়করণ হয়নি খুলনা আলিয়া মাদ্রাসা | সারাদেশ | The Daily Ittefaq"archive1.ittefaq.com.bd। ২০২১-০৭-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩
  7. Dainikshiksha। "খুলনা আলিয়া মাদ্রাসা জাতীয়করণের দাবি - দৈনিকশিক্ষা"Dainik shiksha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩
  8. "আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে নির্মাণ হচ্ছে খুলনার প্রথম মডেল মসজিদ – KhulnaNews.com" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩
  9. আহমাদ, জুনাইদ (২৪ ফেব্রুয়ারি ২০১৭)। "হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমাদ (দা.বা.)-কে যেমন দেখেছি"। আমাদের চরমোনাই। চরমোনাই মাহফিল উপলক্ষে প্রকাশিত বিশেষ বুলেটিন।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.