খালেদ মাসুদ পাইলট

খালেদ মাসুদ পাইলট (জন্ম: ফেব্রুয়ারি ৮, ১৯৭৬ - ) বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফলতম উইকেটরক্ষক। তিনি ডানহাতি ব্যাটসম্যান। তার টেস্ট ম্যাচ অভিষেক নভেম্বর ১০,২০০০ এবং একদিনের আন্তর্জাতিক অভিষেক এপ্রিল ৫, ১৯৯৫। তিনি বাংলাদেশের হয়ে নভেম্বর ২০০১ থেকে জুন ২০০৩ পর্যন্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ১৯৯৭ সালের আইসিসি ট্রফির ফাইনালে এই মারমুখী ব্যাটসমানের ব্যাট থেকে আসা ছয় রান কেনিয়ার বিপক্ষে ম্যাচ জয়ে বিশেষ অবদান রাখে। টেস্ট এবং একদিনের আন্তর্জাতিক ম্যাচ উভয় অঙ্গণে তিনি রেখেছেন তার সফলতার স্বাক্ষর।

খালেদ মাসুদ পাইলট
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামখালেদ মাসুদ পাইলট
ডাকনামপাইলট[1]
ব্যাটিংয়ের ধরনডান হাতি
ভূমিকাউইকেট-রক্ষক
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ )
১০ নভেম্বর ২০০০ বনাম ভারত
শেষ টেস্ট২৮ জুন ২০০৭ বনাম শ্রীলঙ্কা
ওডিআই অভিষেক
(ক্যাপ ২৬)
৫ এপ্রিল ১৯৯৫ বনাম ভারত
শেষ ওডিআই৫ই ডিসেম্বর ২০০৬ বনাম জিম্বাবুয়ে
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৯৭ presentরাজশাহী বিভাগ
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৪৪ ১২৬ ১০১ ১৮৪
রানের সংখ্যা ১৪০৯ ১৮১৮ ৩৯৩৩ ২৫৭৮
ব্যাটিং গড় ১৯.০৪ ২১.৯০ ২৪.৮৯ ২০.৪৬
১০০/৫০ ১/৩ ০/৭ ৩/১৮ ০/১০
সর্বোচ্চ রান ১০৩* ৭১* ২০১* ৭১*
বল করেছে ৫০
উইকেট
বোলিং গড়
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং
ক্যাচ/স্ট্যাম্পিং ৭৮/৯ ৯১/৩৫ ১৭৪/১৮ ১৪৭/৪৯
উৎস: ক্রিকইনফো, ২১শে নভেম্বর ২০০৮

তথ্যসূত্র

বহিঃসংযোগ

পূর্বসূরী
নাইমুর রহমান
বাংলাদেশী জাতীয় ক্রিকেট অধিনায়ক
২০০১/
উত্তরসূরী
খালেদ মাহমুদ
পূর্বসূরী
হাবিবুল বাশার
বাংলাদেশী জাতীয় ক্রিকেট অধিনায়ক
২০০৪/
উত্তরসূরী
হাবিবুল বাশার
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.