খামারকান্দি ইউনিয়ন
খামারকান্দি ইউনিয়ন বাংলাদেশের বগুড়া জেলার একটি প্রশাসনিক এলাকা।
খামারকান্দি | |
---|---|
ইউনিয়ন | |
খামারকান্দি | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | বগুড়া জেলা |
উপজেলা | শেরপুর উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | আব্দুল মোমিন মহসিন[1] (আওয়ামিলীগ) |
জনসংখ্যা | |
• মোট | ২২,৫৪৬জন (প্রায়) (২,০১১ সালের আদম শুমারি অনুযায়ী) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৫৮৪০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
অবস্থান ও আয়তন
এই ইউনিয়নটি রাজশাহী বিভাগের বগুড়া জেলার শেরপুর উপজেলার অন্তর্গত।
ঐতিহাসিক/পর্যটন স্থান
পারভবানীপুর তিন গুম্বুজ মসজিদ, ঐতিহাসিক নারীর পুকুর এবং বাঙ্গালী নদী
তথ্যসূত্র
- "বগুড়ায় জয়ী হলেন যারা"। ঢাকা টাইমস। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২১।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.