খানজাহান আলী থানা
খানজাহান আলী থানা বাংলাদেশের খুলনা বিভাগের খুলনা জেলার অন্তর্গত একটি থানা। পীর খান জাহান আলীর নামে নামাঙ্কিত। মুলত যায়গাটি বিসিক শিল্পনগরীর মধ্যেই এর অবস্থান। বিসিক শিরোমণি আবার খুলনা জেলার ফুলতলা উপজেলার একটি বৃহৎ গ্রাম বলে পরিচিত।
খানজাহান আলী | |
---|---|
থানা | |
খানজাহান আলী | |
স্থানাঙ্ক: ২২°৫৫.২′ উত্তর ৮৯°২৮.৮′ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | খুলনা জেলা |
আয়তন | |
• মোট | ৩৩.০৭ বর্গকিমি (১২.৭৭ বর্গমাইল) |
জনসংখ্যা (১৯৯১) | |
• মোট | ৮৮,৬৫৯ |
• জনঘনত্ব | ২,৬৮১/বর্গকিমি (৬,৯৪০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | Official Map of Khan Jahan Ali |
অবস্থান
খানজাহান আলী থানার অবস্থান ২২°৫৩´ থেকে ২২°৫৫´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°২৯´ থেকে ৮৯°৩১´ পূর্ব দ্রাঘিমাংশ।
শিক্ষা
এখানে শিক্ষার হার পুরুষ ৭৮.৮৯%, মহিলা ৬৭.৯৩%।
উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান
- গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়
- গিলাতলা মধ্যপাড়া সতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা
- গিলাতলা দাখিল মাদ্রাসা
- ক্যান্টনমেন্ট পাবলিক সেকেন্ডারি স্কুল
- ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ
- জাহানাবাদ ইংলিশ স্কুল
- খানজাহান আলী আদর্শ কলেজ
- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়
- শিরোমণি হাফিজিয়া মাদ্রাসা
- শিরোমণি আলিম মাদ্রাসা
- আটরা গিলাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়
- আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়
- মশিয়ালী মাধ্যমিক বিদ্যালয়
- মশিয়ালী দারুল উলুম দাখিল মাদ্রাসা
- আলিম ইস্টার্ন মাধ্যমিক বিদ্যালয়
অর্থনীতি
এলাকার প্রধান কৃষি ফসল ধান, পাট, পান, সুপারি।
তথ্যসূত্র
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.