খাদিম এন'দিয়ায়ে

সেরিনে খাদিম এন'দিয়ায়ে (জন্ম: ৩০ নভেম্বর ১৯৮৪) হলেন সেনেগালের একজন পেশাদার ফুটবলার, যিনি গিনির ক্লাব হোরোয়া এসি এবং সেনেগাল জাতীয় দলের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেন।[2]

খাদিম এন'দিয়ায়ে
খাদিম এন'দিয়ায়ে
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম সেরিনে খাদিম এন'দিয়ায়ে
জন্ম (1984-11-30) ৩০ নভেম্বর ১৯৮৪
জন্ম স্থান ডাকার, সেনেগাল
উচ্চতা ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
হোরোয়া এসি
জার্সি নম্বর
যুব পর্যায়
১৯৯৭–২০০৬ এস্পোয়ের সেন্ট লুইস
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৭–২০০৯ কাসা স্পোর্ট ৩৯ (০)
২০০৯–২০১২ এএসসি লাইঙ্গের ২৩ (০)
২০১২কালমার এফএফ (ধার) (০)
২০১৩ এএসসি দিয়ারাফ
২০১৪– হোরোয়া এসি
জাতীয় দল
২০০৯– সেনেগাল[1] ২২ (০)
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

আন্তর্জাতিক ক্যারিয়ার

২০০৯ সালের নভেম্বর মাসে, প্রথমবারের মতো এন'দিয়ায়ে সেনেগাল জাতীয় দলে ডাক পান[3] এবং ২০১০ সালের ২৮শে মে তারিখে, ডেনমার্কের বিরুদ্ধে ম্যাচে খেলার মাধ্যমে সেনেগাল জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন।[4]

২০১৮ সালের ১৭শে মে তারিখে, রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত সেনেগাল দলে তিনি স্থান পান।[5]

তথ্যসূত্র

  1. ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে "খাদিম এন'দিয়ায়ে"ন্যাশনাল ফুটবল টিমস। বেঞ্জামিন স্ট্রাক-জিমারমান।
  2. "Khadim N'Diaye"footballdatabase.eu। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-১৫
  3. "galsentv.com - Resources and Information."www.galsentv.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-১৫
  4. MATCH AMICAL DANEMARK/SENEGAL : 2-0 Une défaite largement justifiée
  5. "Revealed: Every World Cup 2018 squad - 23-man & preliminary lists & when will they be announced?"Goal। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.