খাজা বাকি বিল্লাহ

খাজা বাকি বিল্লাহ (১৪ জুলাই ১৫৬৪-২৯ নভেম্বর ১৬০৩) আফগানিস্তানের কাবুলের একজন সুফি সাধক [1][2][3][4]

হযরত খাজা মুহাম্মদ বাকি বিল্লাহ বেরাং নকশবন্দি আহরারি দেহলভী (কঃ)
জন্ম৫ জিলহ্জ্জ ৯৭১ হিজরী
মৃত্যু২৫ জমাদিউল সানি ১০১২ হিজরী
অঞ্চলইসলাম
ধারাইসলামী দর্শন

জন্ম

খাজা বাকি বিল্লাহ ভারতীয় উপমহাদেশে নকশবন্দি তরিকার প্রবর্তক এবং অন্যতম পথিকৃৎ। তার নাম রাযি-উদ-দিন মুহাম্মদ বাকি কিন্তু তিনি সাধারণত খাজা বাকি বিল্লাহ নামে পরিচিত। তার পিতা কাজিী আব্দ আস-সালাম সমরকান্দি কাবুলের বিশিষ্ট সুফি সাধক এবং ইসলামী পণ্ডিত ছিলেন। বাকি বিল্লাহ ১৫৬৪ খ্রিষ্টাব্দে কাবুলে জন্মগ্রহণ করেন। তার বংশক্রম তার নানার বংশ হয়ে খাজা ওবায়দ উল্লাহ আহরারের সাথে মিলিত হয়েছে। তার পিতা মাতা তার নাম রাখেন “মুহাম্মদ আল-বাকি” এবং পরবর্তীতে তিনি বাকি বিল্লাহ নামে জনপ্রিয় হয়ে উঠেন। তার ছদ্মনাম ছিল “বেরাং” যার অর্থ হল বর্ণহীন বা স্বচ্ছ।[5]

তথ্যসূত্র

  1. "Article on KhwajaBaqi Billah"। সংগ্রহের তারিখ ২০০৯-১১-১৫
  2. "HAZRAT KHAWAJA BAQI BILLAH R.A"। ২০১৮-০২-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-১১-১৬
  3. Ellison Banks Findly (ফেব্রু ১৯৯৩)। Nur Jahan, empress of Mughal India। Oxford University Press। পৃষ্ঠা 208আইএসবিএন 978-0-19-507488-8।
  4. Malika Mohammada। The foundations of the composite culture in India। পৃষ্ঠা 181। আইএসবিএন 81-89833-18-9।
  5. "Article on KhwajaBaqi Billah"
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.