খয়রাতনগর রেলওয়ে স্টেশন
খয়রাতনগর রেলওয়ে স্টেশন বাংলাদেশের রংপুর বিভাগের নীলফামারী জেলার একটি রেলওয়ে স্টেশন।[1]
খয়রাতনগর রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
অবস্থান | নীলফামারী জেলা রংপুর বিভাগ বাংলাদেশ |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | পশ্চিমাঞ্চল রেলওয়ে |
লাইন | চিলাহাটি-পার্বতীপুর-সান্তাহার-দর্শনা লাইন |
প্ল্যাটফর্ম | ১ |
ট্রেন পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
নির্মাণ | |
গঠনের ধরন | মানক |
পার্কিং | আছে |
সাইকেলের সুবিধা | আছে |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | আছে |
অন্য তথ্য | |
অবস্থা | সক্রিয় |
ইতিহাস | |
চালু | ১৮৭৮ |
অবস্থান | |
অবস্থান
খয়রাতনগর রেলওয়ে স্টেশন চিলাহাটি-পার্বতীপুর-সান্তাহার-দর্শনা লাইনের চিলাহাটি থেকে পার্বতীপুর অংশে অবস্থিত।
পরিষেবা
খয়রাতনগর রেলওয়ে স্টেশন দিয়ে যেসব ট্রেন চলাচল করে নিম্নে তা উল্লেখ করা হলো:
তথ্যসূত্র
- "নীলফামারীর ৯ রেল স্টেশনের ৫টিই বন্ধ"। www.deshrupantor.com। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৭।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.