খড়গ্রাম বিধানসভা কেন্দ্র
খড়গ্রাম (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার একটি বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রটি এসসি এর জন্য সংরক্ষিত।
খড়গ্রাম | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
![]() ![]() খড়গ্রাম ![]() ![]() খড়গ্রাম | |
স্থানাঙ্ক: ২৪°০২′১১″ উত্তর ৮৭°৫৯′৩৬″ পূর্ব | |
দেশ | ![]() |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | মুর্শিদাবাদ |
কেন্দ্র নং. | ৬৬ |
আসন | এসসি এর জন্য সংরক্ষিত |
লোকসভা কেন্দ্র | ৯. জঙ্গিপুর |
নির্বাচনী বছর | ১৭২,৭৫৭ (২০১১) |
এলাকা
ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ৬৬ নং খড়গ্রাম (এসসি) বিধানসভা কেন্দ্রটি খড়গ্রাম সমষ্টি উন্নয়ন ব্লক এবং কল্যাণপুর-১, কল্যাণপুর-২ গ্রাম পঞ্চায়েত গুলি বারোয়ান সমষ্টি উন্নয়ন ব্লক এর অন্তর্গত।[1]
খড়গ্রাম বিধানসভা কেন্দ্রটি ৯ নং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[1]
বিধানসভার বিধায়ক
নির্বাচনের বছর | কেন্দ্র | বিধায়ক | রাজনৈতিক দল | |
---|---|---|---|---|
১৯৫১ | বারোয়ান খড়গ্রাম | সত্যেন্দ্র চন্দ্র ঘোষ মৌলিক | ভারতীয় জাতীয় কংগ্রেস[2] | |
বারোয়ান খড়গ্রাম | সুধীর মণ্ডল | ভারতীয় জাতীয় কংগ্রেস [2] | ||
১৯৫৭ | কোন আসন ছিল না | [3] | ||
১৯৬২ | খড়গ্রাম | অভয়পদ সাহা | বিপ্লবী সমাজতন্ত্রী দল[4] | |
১৯৬৭ | এস.কে. মণ্ডল | ভারতীয় জাতীয় কংগ্রেস [5] | ||
১৯৬৯ | কুমারীষ চন্দ্র মৌলিক | বিপ্লবী সমাজতন্ত্রী দল[6] | ||
১৯৭১ | নরেন্দ্র হালদার | ভারতীয় জাতীয় কংগ্রেস[7] | ||
১৯৭২ | হরেন্দ্রনাথ হলদার | ভারতীয় জাতীয় কংগ্রেস [8] | ||
১৯৭৭ | দীনবন্ধু মাঝি | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[9] | ||
১৯৮২ | দীনবন্ধু মাঝি | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[10] | ||
১৯৮৭ | বিশ্বনাথ মণ্ডল | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [11] | ||
১৯৯১ | বিশ্বনাথ মণ্ডল | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [12] | ||
১৯৯৬ | বিশ্বনাথ মণ্ডল | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [13] | ||
২০০১ | বিশ্বনাথ মণ্ডল | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[14] | ||
২০০৬ | মানবেন্দ্রনাথ সাহা | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[15] | ||
২০১১ | আশিস মার্জিত | ভারতীয় জাতীয় কংগ্রেস [16] |
নির্বাচনী ফলাফল
২০১১
২০১১ সালের নির্বাচনে, কংগ্রেসের আশিস মার্জিত তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম) -এর গৌতম মণ্ডলকে পরাজিত করেন।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১১: খড়গ্রাম (এসসি) কেন্দ্র[16][17] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
কংগ্রেস | আশিস মার্জিত | ৭৪,০৯৩ | ৪৯.৯৬ | +৪.৮৩ | |
সিপিআই(এম) | গৌতম মণ্ডল | ৬৫,১২৩ | ৪৩.৯১ | -৫.২০ | |
বিজেপি | হরেকৃষ্ণ কোনাই | ৪,০৪৯ | ২.৭৩ | ||
নির্দল | স্মৃতিকনা সরকার | ২,৩৬৯ | |||
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী-লেলিনবাদী) লিবারেশন | সাধন কুমার মার্জিত | ১,৬১৬ | |||
জেডিইউ | দীপক মণ্ডল | ১,০৪৯ | |||
ভোটার উপস্থিতি | ১,৪৮,২৯৯ | ৮৫.৮৪ | |||
সিপিআই(এম) থেকে কংগ্রেস অর্জন করেছে | সুইং | +১০.৩০ | |||
১৯৭৭-২০০৬
২০০৬ সালের বিধানসভা নির্বাচনে[15], সিপিআই (এম) -এর মানবেন্দ্রনাথ সাহা ৬৬ নং খড়গ্রাম কেন্দ্র থেকে জয়লাভ করেন তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের আশিস মার্জিতকে পরাজিত করেন। অধিকাংশ বছরে প্রতিযোগিতাগুলিতে প্রার্থীদের বিভিন্ন ধরনের কোণঠাসা করে ছিল কিন্তু শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে। ২০০১[14] এবং ১৯৯৬ সালে[13] সিপিআই (এম) -এর বিশ্বনাথ মণ্ডল কংগ্রেসে মাধবচন্দ্র মার্জিতকে পরাজিত করেন। ১৯৯১ সালে কংগ্রেসের হরেন্দ্রনাথ হালদারকে[12] এবং ১৯৮৭ সালে কংগ্রেসের অশোক সাহাকে পরাজিত করেন।[11] সিপিআই (এম) -এর দীনবন্ধু মাজী ১৯৮২ সালে কংগ্রেসের নাকারি চন্দ্র মাঝিকে পরাজিত করেন[10] এবং ১৯৭৭ সালে কংগ্রেসের হরেন্দ্রনাথ হালদারকে পরাজিত করেন।[9][18]
১৯৫১-১৯৭২
কংগ্রেসের হরেন্দ্রনাথ হালদার ১৯৭২ সালে জয়ী হন।[8] কংগ্রেসের নরেন্দ্র হালদার ১৯৭১ সালে জয়ী হন।[7] আরএসপি'র কুমারিশ চন্দ্র মোলিক ১৯৬৯ সালে জয়ী হন।[6] কংগ্রেসের এস.কে. মন্ডল ১৯৬৭ সালে জয়ী হন।[5] আরএসপি'র অভয়াপদ সাহা ১৯৬২ সালে জয়ী হন।[4] খড়গ্রাম কেন্দ্রে আসনটি ১৯৫৭ সালে ছিল না।[3] স্বাধীন ভারতের প্রথম নির্বাচনটি ১৯৫১ সালে[2] বারোয়ান খড়গ্রাম একটি যৌথ আসন ছিল, কংগ্রেসের সত্যেন্দ্র চন্দ্র ঘোষ মৌলিক এবং সুধীর মণ্ডল উভয়ই যৌথআসন থেকে জয়ী হন।
তথ্যসূত্র
- "Delimitation Commission Order No. 18" (পিডিএফ)। পশ্চিমবঙ্গ (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ১৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪।
- "General Elections, India, 1951, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।
- "General Elections, India, 1957, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।
- "General Elections, India, 1962, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।
- "General Elections, India, 1967, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।
- "General Elections, India, 1969, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৬ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।
- "General Elections, India, 1971, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।
- "General Elections, India, 1972, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।
- "General Elections, India, 1977, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।
- "General Elections, India, 1982, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।
- "General Elections, India, 1987, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।
- "General Elections, India, 1991, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।
- "General Elections, India, 1996, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৭ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।
- "General Elections, India, 2001, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।
- "General Elections, India, 2006, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।
- "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।
- "West Bengal Assembly Election 2011"। Khargram (ইংরেজি ভাষায়)। Empowering India। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১১।
- "66 - Khargram (SC) Assembly Constituency"। ১৯৭৭ থেকে দল অনুযায়ী তুলনা (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১০।