ক্ষীরতোয়া
ক্ষীরতোয়া ভারতের ত্রিপুরার একটি জনপ্রিয় মিষ্টি খাদ্য। ছোট ছোট লম্বাটে আকারের রসগোল্লাকে রসে ভিজিয়ে তার উপর জ্বাল-দেওয়া ঘন ক্ষীরের মধ্যে ঢেলে ক্ষীরতোয়া বানানো হয়। ত্রিপুরার ক্ষীরতোয়ার উৎপত্তি স্থল। ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগরের ক্ষীরতোয়া খুবই বিখ্যাত।[1]
প্রকার | মিষ্টান্ন |
---|---|
উৎপত্তিস্থল | ভারত, বাংলাদেশ |
অঞ্চল বা রাজ্য | ত্রিপুরা |
সংশ্লিষ্ট জাতীয় রন্ধনশৈলী | ভারতীয়, বাংলাদেশী |
প্রধান উপকরণ | ছানা, চিনি, ক্ষীর, ময়দা |
অনুরূপ খাদ্য | রসমঞ্জরী, রসমালাই |
আরও দেখুন
তথ্যসূত্র
- "আনন্দবাজার পত্রিকা - রবিবাসরীয় ম্যাগাজিন"। archives.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-৩০।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.