ক্লেমোঁ লংলে

ক্লেমোঁ লংলে (জন্ম: ১৭ জুন ১৯৯৫) একজন ফরাসী পেশাদার ফুটবল খেলোয়াড় যিনি প্রিমিয়ার লিগ এর দল টটেনহ্যাম হটস্পার এর হয়ে সেন্টার ব্যাক হিসেবে খেলেন।

সেভিয়ার হয়ে ২০১৭ সালে লংলে
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ক্লেমোঁ লংলে
জন্ম (1995-06-17) ১৭ জুন ১৯৯৫
জন্ম স্থান ব্যুভাইস, ফ্রান্স
উচ্চতা ১.৮৭ মিটার (৬ ফু ২ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
টটেনহ্যাম হটস্পার
যুব পর্যায়
২০০১–২০০৭ এএমএস মঁতশেভ্রুই
২০০৭–২০১০ ইউএস শঁতিলি
২০১০–২০১৩ এএস নঁসি
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১২–২০১৪ নঁসি বি ৩৩ (৬)
২০১৩–২০১৬ নঁসি ৭৭ (২)
২০১৭–২০১৮ সেভিয়া ৫২ (৩)
২০১৮– বার্সেলোনা ১০৫ (৪)
২০২২–টটেনহ্যাম হটস্পার (ধারে) (০)
জাতীয় দল
২০১০–২০১১ ফ্রান্স অনূর্ধ্ব-১৬ (০)
২০১১–২০১২ ফ্রান্স অনূর্ধ্ব-১৭ ১৪ (০)
২০১২ ফ্রান্স অনূর্ধ্ব-১৮ (০)
২০১৩ ফ্রান্স অনূর্ধ্ব-১৯ (০)
২০১৪ ফ্রান্স অনূর্ধ্ব-২০ (০)
২০১৫–২০১৬ ফ্রান্স অনূর্ধ্ব-২১ ১০ (০)
২০১৯– ফ্রান্স ১৫ (১)
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২২ মে ২০২২ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩ নভেম্বর ২০২১ তারিখ অনুযায়ী সঠিক।

লংলের পেশাদার খেলোয়াড়ি জীবন শুরু হয় ফরাসি ক্লাব এএস নঁসি তে ২০১২ সালে। ২০১৭ সালে তিনি স্পেনীয় ক্লাব সেভিয়াতে যোগ দেন। ২০১৮ সালে আরেক স্পেনীয় দল বার্সেলোনা তাকে ৩ কোটি ১০ লক্ষ ইউরোর রিলিজ ক্লজ পরিশোধ করে কিনে নেয়।২০২২ সালে বার্সেলোনা তাকে ২০২২–২৩ মৌসুমের জন্য ধারে টটেনহ্যাম হটস্পার এ পাঠায়

লংলে ফ্রান্স অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২০ এবং অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন। ২০১৯ সালের ২১ মে বলিভিয়ার বিপক্ষে ম্যাচে তার ফ্রান্স জাতীয় দল এ অভিষেক হয়।

পরিসংখ্যান

ক্লাব

২২ মে ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
ক্লাব মৌসুম লিগ কাপ ইউরোপ অন্যান্য মোট
উপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোল
নঁসি ২০১৩-১৪
২০১৪-১৫ ২২২৬
২০১৫-১৬ ৩৪৩৬
২০১৬-১৭ ১৮২০
মোট ৭৭৮৫
সেভিয়া ২০১৬-১৭ ১৭১৯
২০১৭-১৮ ৩৫১১৫৪
মোট ৫২১২৭৩
বার্সেলোনা ২০১৮-১৯ ২৩১২৪৫
২০১৯-২০ ২৮৪০
২০২০-২১ ৩৩৪৮
২০২১-২২ ২১২৭
মোট ১০৫১৭৩৫১৬০
সর্বমোট ২৩৪২৯৪৭৩১৮১৩

অর্জন

নসিঁ

বার্সেলোনা

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.