ক্লিফটন ওয়েব
ক্লিফটন ওয়েব (ইংরেজি: Clifton Webb নামে পরিচিত ওয়েব পারমেলি হলেনবেক ((ইংরেজি: Webb Parmelee Hollenbeck; ১৯ নভেম্বর ১৮৮৯ - ১৩ অক্টোবর ১৯৬৬)[1] ছিলেন একজন মার্কিন অভিনেতা, নৃত্যশিল্পী, ও গায়ক। তিনি লরা (১৯৪৪), দ্য রেজর্স এজ এবং সিটিং প্রিটি (১৯৪৮) চলচ্চিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। এই তিনটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি তিনটি একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন[2] এবং দ্য রেজর্স এজ চলচ্চিত্রের জন্য সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি স্টারস অ্যান্ড স্ট্রাইপস ফরেভার (১৯৫৩) চলচ্চিত্রে অভিনয় করে সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
ক্লিফটন ওয়েব | |
---|---|
Clifton Webb | |
জন্ম | ওয়েব পারমেলি হলেনবেক ১৯ নভেম্বর ১৮৮৯ ইন্ডিয়ানাপোলিস, ইন্ডিয়ানা, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ১৩ অক্টোবর ১৯৬৬ ৭৬) বেভারলি হিলস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স
সমাধি | হলিউড ফরেভার সেমেটারি, ক্যালিফোর্নিয়া |
জাতীয়তা | মার্কিন |
পেশা | অভিনেতা, নৃত্যশিল্পী, গায়ক |
কর্মজীবন | ১৯১৩-১৯৬২ |
পুরস্কার | গোল্ডেন গ্লোব পুরস্কার |
মঞ্চে তিনি নোয়েল কাওয়ার্ড রচিত নাটকে অভিনয়ের জন্য খ্যাতি অর্জন করেন, তন্মধ্যে উল্লেখযোগ্য হল ব্লিদ স্পিরিট। এছাড়া তিনি ব্রডওয়ে মঞ্চে কয়েকটি সফল সঙ্গীতধর্মী রিভিউয়ে কাজ করেন।
প্রারম্ভিক জীবন
ওয়েব ১৮৮৯ সালের ১৯শে নভেম্বর ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপোলিস শহরে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম ওয়েব পারমেলি হলেনবেক।[1] তার পিতা জ্যাকব গ্র্যান্ট হলেনবেক (১৮৬৭ - ২ মে, ১৯৩৯) ছিলেন একজন টিকেট ক্লার্ক ও ইন্ডিয়ানা কৃষক পরিবারের একজন মুদি দোকানীর সন্তান এবং তার মাতা মেবল এ. পারমেলি (২৪ মার্চ ১৮৬৯ - ১৭ অক্টোবর ১৯৬০) ছিলেন রেল কন্ডাক্টর ডেভিড পারমেলির কন্যা। ওয়েব তার পিতামাতার একমাত্র সন্তান। তার পিতামাতা ১৮৮৮ সালের ১৮ই জানুয়ারি ইলিনয় অঙ্গরাজ্যের কানকাকি শহরে বিয়ে করেন। ১৮৯১ সালে তাদের সন্তান ওয়েব জন্মের কিছুদিন পর তাদের বিবাহবিচ্ছেদ হয়।[3] তিনি তার পিতার সাথে অল্প যোগাযোগ করতেন, কিন্তু তার মায়ের সাথে খুব ঘনিষ্ঠ ছিলেন। তার মায়ের মৃত্যুর পূর্ব পর্যন্ত তারা একত্রে সময় কাটাতেন।[1]
তথ্যসূত্র
- লারসেন, ডেভ (১৪ অক্টোবর ১৯৬৬)। "From the Archives: Suave Film Star Clifton Webb Dies at 76"। লস অ্যাঞ্জেলেস টাইমস। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৮।
- "Clifton Webb at Reel Classics: Academy Awards"। রিল ক্লাসিকস। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৮।
- Illinois Marriage Collection, 1800–1941; ancestry.com
বহিঃসংযোগ
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে ক্লিফটন ওয়েব (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ক্লিফটন ওয়েব (ইংরেজি)
- টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে ক্লিফটন ওয়েব (ইংরেজি)
- ফাইন্ড এ গ্রেইভে ক্লিফটন ওয়েব (ইংরেজি)