ক্লিনটন জোসেফ ডেভিসন

ক্লিনটন জোসেফ ডেভিসন (জন্ম: অক্টোবর ২২, ১৮৮১ - মৃত্যু: ফেব্রুয়ারি ১, ১৯৫৮) একজন মার্কিন পদার্থবিজ্ঞানী। ১৯২৭ সালে বেল ল্যাব্‌স-এ কর্মরত থাকা অবস্থায় তিনি দ্য ব্রোয়ি প্রকল্প নিশ্চিত বলে প্রমাণ করেন। ইলেকট্রন অপবর্তন আবিষ্কারের মাধ্যমে তিনি নিশ্চিত করেছিলেন যে, সকল পদার্থেরই একটি তরঙ্গ ধর্ম রয়েছে। তার এই আবিষ্কারের জন্য তিনি ১৯৩৭ সালে অপর বিজ্ঞানী জর্জ প্যাগেট থমসন-এর সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তার ছেলে রিচার্ড ডেভিসন আরেক বিখ্যাত মার্কিন পদার্থবিজ্ঞানী। তার ভাতিজা ওয়েন উইলিয়ান্‌স রিচার্ডসন নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী।

ক্লিনটন জোসেফ ডেভিসন
জন্ম(১৮৮১-১০-২২)২২ অক্টোবর ১৮৮১
ব্লুমিংটন, ইলিনয়, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যুফেব্রুয়ারি ১, ১৯৫৮(1958-02-01) (বয়স ৭৬)
ভার্জিনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
জাতীয়তামার্কিন যুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তনশিকাগো বিশ্ববিদ্যালয়
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণElectron diffraction
পুরস্কারকমস্টক প্রাইজ ইন ফিজিক্স (১৯২৮)[1]
Elliott Cresson Medal (১৯৩১)
হিউস মেডেল (১৯৩৫)
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৩৭)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহপ্রিন্সটন বিশ্ববিদ্যালয়
কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়
বেল ল্যাবস
ডক্টরাল উপদেষ্টাওয়েন উইলিয়ান্স রিচার্ডসন
যাদেরকে প্রভাবিত করেছেনJoseph A. Becker
উইলিয়াম ব্র্যাডফোর্ড শকলি

পুরস্কার ও সম্মাননা

তথ্যসূত্র

  1. "Comstock Prize in Physics"। National Academy of Sciences। ২৯ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.