ক্লাইভ গ্রেঞ্জার
ক্লাইভ উইলিয়াম জন গ্রেঞ্জার একজন ব্রিটিশ অর্থনীতিবিদ। তিনি ২০০৩ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
ক্লাইভ উইলিয়াম জন গ্রেঞ্জার | |
---|---|
![]() | |
জন্ম | সোয়ানসি, ওয়েলস | ৪ সেপ্টেম্বর ১৯৩৪
মৃত্যু | মে ২৭, ২০০৯ ৭৪) সান ডিয়েগো, , মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স
জাতীয়তা | যুক্তরাজ্য |
প্রতিষ্ঠান | Erasmus University Rotterdam ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া, সান ডিয়েগো নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় |
কাজের ক্ষেত্র | Financial economics |
শিক্ষায়তন | নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় |
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেন | Harry Pitt |
যাদের প্রভাবিত করেছেন | Mark Watson James H. Stock |
অবদানসমূহ | Cointegration Granger causality Fractional integration |
পুরস্কার | অর্থনীতিতে নোবেল পুরস্কার (2003) |
Information at IDEAS / RePEc |
জীবনী
গ্রেঞ্জার ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৫ সালে গণিতে বিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৫৬ সালে তিনি এই বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে জুনিয়র প্রভাষক হিসেবে যোগ দেন।
তথ্যসূত্র
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.