ক্রোয়েশীয় উইকিপিডিয়া
ক্রোয়েশীয় উইকিপিডিয়া হচ্ছে অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ার ক্রোয়েশীয় ভাষার সংস্করণ। ক্রোয়েশীয় উইকিপিডিয়া ২০০৩ সালে যাত্রা শুরু করে এবং জানুয়ারি ২০২৩ অনুযায়ী এই উইকিপিডিয়ায় মোট ২,১৩,৭১৯টি নিবন্ধ, ২,৮৬,০০০ জন ব্যবহারকারী, ১২ জন প্রশাসক ও ২১,২৯৯টি ফাইল আছে। ক্রোয়েশীয় উইকিপিডিয়ায় উইকিপিডিয়ানদের সম্মিলিত সম্পাদনার সংখ্যা ৬৫,৫৫,৫৩৯টি।
সাইটের প্রকার | ইন্টারনেট বিশ্বকোষ প্রকল্প |
---|---|
উপলব্ধ | Croatian |
মালিক | উইকিমিডিয়া ফাউন্ডেশন |
স্লোগান | Wikipedija - Slobodna enciklopedija |
ওয়েবসাইট | hr.wikipedia.org |
বাণিজ্যিক | না |
নিবন্ধন | ঐচ্ছিক |
চালুর তারিখ | February 16, 2003 |
ইতিহাস
২০০৩ সালের ১৬ ফেব্রুয়ারি সার্বো-ক্রোয়েশীয় উইকিপিডিয়াকে ভেঙে ক্রোয়েশীয় উইকিপিডিয়ার সঙ্গে সার্বীয় উইকিপিডিয়া তৈরি করা হয়।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
উইকিপিডিয়া মুক্ত বিশ্বকোষ-এর ক্রোয়েশীয় উইকিপিডিয়া সংস্করণ
উইকিমিডিয়া কমন্সে ক্রোয়েশীয় উইকিপিডিয়া সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- (ক্রোয়েশীয়) ক্রোয়েশীয় উইকিপিডিয়া
- (ক্রোয়েশীয়) ক্রোয়েশীয় উইকিপিডিয়ার মোবাইল সংস্করণ
- (ক্রোয়েশীয়) "Hrvati koji pišu najveću svjetsku enciklopediju"। Jutarnji list। ২০১২-১০-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- (ক্রোয়েশীয়) Tanja Simić (১২ ডিসেম্বর ২০০৫)। "Hrvatski junaci Wikipedije" [Croatian heroes of Wikipedia]। Nacional (Croatian ভাষায়)। ১৫ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১২।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.