ক্রোনোস

ক্রোনোস (প্রাচীন গ্রিক ভাষায়: Κρόνος ক্রোনোস্‌) ছিলেন উরানোসগাইয়ার সন্তান। তিতানদের মধ্যে ক্রোনোস ছিল সর্বকনিষ্ঠ। ক্রোনোস তার মা গাইয়ার প্ররোচনায় নিজের পিতা উরেনোসকে কাস্তে এবং হারপ দিয়ে শিশ্ন চ্ছেদন করে সিংহাসন দখল করলে উরেনোস তাকে অভিশাপ দেন যে, ক্রোনোস নিজের পুত্র দ্বারা সিংহাসনচ্যুত হবেন। ক্রোনোস আপন বোন রেয়াকে বিয়ে করে ও এই বিয়ের ফলে জিউস, পোসাইডন, হেডিস, হেরা, দিমিতির, ও হেস্তিয়ার জন্ম হয়। পরবর্তীতে ক্রোনোসের পুত্র জিউস, পোসাইডন এবং হেডিস তিন ভাই যথাক্রমে স্বর্গমর্ত্য, সমুদ্র ও পাতালপুরী ভাগ করে নেন ক্রোনোসকে বিতাড়িত করে তার্তারুসে বন্দি করে।

ক্রোনোস
আবাসপৃথিবী
প্রতীককাস্তে/Scythe
ব্যক্তিগত তথ্য
মাতাপিতাগাইয়া এবং উরানোস
সহোদররেয়া, অকেয়ানোস, হুপেরিয়ন, থেইয়া, কয়উস, ফয়বে, ইয়াপেতুস, ক্রিউস, নেমোসাইনে, তেথুস এবং থেমিস
সঙ্গীরেয়া
সন্তানজিউস, হেরা, পসেইডন, হেডিস, হেস্তিয়া, দেমেতের, Chiron
রোমান সমকক্ষSaturn

গ্রিক পুরাণ এবং প্রাথমিক পুরাণ

গ্রিক পুরাণ মতে ক্রোনাস ইউরেনাস এর পুত্র ।

গ্রিক পুরাণে অলিম্পিনাসের বংশবৃত্তান্ত

গ্রিক পুরাণে অলিম্পিয়ানদের বংশবৃত্তান্ত
ইউরেনাসগাইয়া
ওশেনাসহুপেরিয়নকয়উসক্রিউসইয়াপেতুসনেমোসাইনে
ক্রোনোসরেয়াতেথুসথেইয়াফয়বেথেমিস
জিউসহেরাহেস্তিয়াদেমেতেরহেডিসপসেইডন
আরেসহেফাইস্তুসHebeEileithyiaEnyoEris
MetisMaiaলেটোSemele
আফ্রোদিতেআথেনাহার্মিসঅ্যাপোলোআর্টেমিসদিয়োনুসোস

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    • TheoiProject: Kronos in classical literature, a collection of translated source texts confirming most of the statements in this article.
    পূর্বসূরী
    উরানোস
    দেবতাদের রাজা উত্তরসূরী
    জিউস
    পূর্বসূরী
    গাইয়া
    তিতানদের নেতা উত্তরসূরী
    আতলাস (পৌরাণিক চরিত্র)
    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.