ক্রিস্টোফ ক্রেমার
ক্রিস্টোফ ক্রেমার (ইংরেজি: Christoph Kramer; জন্ম: ১৯ ফেব্রুয়ারি ১৯৯১) হলেন একজন জার্মান ফুটবলার; যিনি আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে বুন্দেসলিগা[2][3] ক্লাব বরুসিয়া মনসেনগ্লাডব্যাক এবং জার্মানি জাতীয় ফুটবল দল এর হয়ে খেলছেন।
![]() | ||||||||||
ব্যক্তিগত তথ্য | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | ক্রিস্টোফ ক্রেমার[1] | |||||||||
জন্ম | ১৯ ফেব্রুয়ারি ১৯৯১ | |||||||||
জন্ম স্থান | সলিনজেন, জার্মানি | |||||||||
উচ্চতা | ১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি) | |||||||||
মাঠে অবস্থান | মিডফিল্ডার | |||||||||
ক্লাবের তথ্য | ||||||||||
বর্তমান দল | বায়ার ০৪ লেভারকুজেন | |||||||||
যুব পর্যায় | ||||||||||
১৯৯৫–১৯৯৯ | বিভি গ্রাফারাথ | |||||||||
১৯৯৯–২০০৬ | বায়ার লেভারকুজেন | |||||||||
২০০৬–২০০৮ | ফর্তুনা ডুসেলডর্ফ | |||||||||
২০০৮–২০১০ | বায়ার ০৪ লেভারকুজেন | |||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | ||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | |||||||
২০১০–২০১১ | বায়ার লেভারকুজেন | ২৭ | (০) | |||||||
২০১১– | বায়ার লেভারকুজেন | ০ | (০) | |||||||
২০১১–২০১৩ | → ভিএফএল বোসাম (লোন) | ৬১ | (৪) | |||||||
২০১৩– | → বরুসিয়া এম'গ্লাডব্যাক (লোন) | ৩৩ | (৩) | |||||||
জাতীয় দল‡ | ||||||||||
২০০৯–২০১০ | জার্মানি অনূর্ধ্ব-১৯ | ৫ | (০) | |||||||
২০১০–২০১২ | জার্মানি অনূর্ধ্ব-২০ | ৪ | (১) | |||||||
২০১৪– | জার্মানি | ৫ | (০) | |||||||
অর্জন ও সম্মাননা
| ||||||||||
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৫ মার্চ ২০১৪ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৩:১৭, ১৩ জুলাই ২০১৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
অর্জন
তথ্যসূত্র
- "2014 FIFA World Cup Brazil: List of Players" (পিডিএফ)। FIFA। ১১ জুন ২০১৪। পৃষ্ঠা 16। ৬ আগস্ট ২০১৭ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৪।
- "Christoph Kramer" (German ভাষায়)। fussballdaten.de। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১১।
- "Kramer, Christoph" (German ভাষায়)। kicker। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১১।
বহিঃসংযোগ
![](../I/Commons-logo.svg.png.webp)
উইকিমিডিয়া কমন্সে ক্রিস্টোফ ক্রেমার সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- ফুসবালডাটেন.ডিইতে Christoph Kramer (জার্মান)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.