ক্রিস্টোফার এনকুনকু

ক্রিস্টোফার অ্যালেন এনকুনকু (জন্ম ১৪ ডিসেম্বর ১৯৯৭) হলেন একজন ফরাসি পেশাদার ফুটবলার যিনি বর্তমানে একজন মিডফিল্ডার হিসেবে ফরাসি ফুটবল ক্লাব প্যারিস সেন্ট-জার্মেইন-এর হয়ে খেলে থাকেন।

ক্রিস্টোফার এনকুনকু
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ক্রিস্টোফার অ্যালেন এনকুনকু[1]
জন্ম (1997-11-14) ১৪ নভেম্বর ১৯৯৭
জন্ম স্থান লাগ্নে-সুর-মার্নে, ফ্রান্স
উচ্চতা ১.৭৫ মি (৫ ফু ৯ ইঞ্চি)[2]
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আর্সেনাল
জার্সি নম্বর ২৪
যুব পর্যায়
২০০৩–২০০৯ এসি মার্রোলেস
২০০৯–২০১০ আরসিপি ফন্টানেইব্লু
২০১০–২০১৫ প্যারিস সেন্ট-জার্মেইন
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৫–২০১৬ প্যারিস সেন্ট-জার্মেইন বি ২৭ (৫)
২০১৫– প্যারিস সেন্ট-জার্মেইন ৪৬ (৬)
জাতীয় দল
২০১২ ফ্রান্স অনূর্ধ্ব-১৬ (০)
২০১৬ ফ্রান্স অনূর্ধ্ব-১৯ (০)
২০১৬–২০১৭ ফ্রান্স অনূর্ধ্ব-২০ ১২ (০)
২০১৮– ফ্রান্স অনূর্ধ্ব-২১ (০)
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৫ ডিসেম্বর ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১ সেপ্টেম্বর ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

খেলোয়াড়ী জীবন

এনকানকু, ২০১৫ সালের ৮ই ডিসেম্বর ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ-এর খেলায় ইউক্রেনীয় ফুটবল ক্লাব সাকতার ডোনেনক-এর বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে পেশাদারী ফুটবলে অভিষিক্ত হন, ঘরের মাঠে হওয়া খেলাটিতে তিনি ৮৭তম মিনিটে তার তার দলের আরেক খেলোয়াড় লুকাস মাওরা-এর বদলে মাঠে নামেন, খেলাটিতে তারা ২-০ গোলে জয় পায়।[3]

২০১৭ সালের ৭ই জানুয়ারী, কোপা দ্য ফ্রান্স-এর খেলায় ফরাসি ফুটবল ক্লাব বাস্টিয়া-এর বিপক্ষে তিনি তার প্রথম পেশাদার গোলটি করেন, ঘরের মাঠে হওয়া খেলাটিতে ৭-০ গোলে জয় পায়।

আন্তর্জাতিক খেলোয়াড়ী জীবন

এনকুনকুর জন্ম হয় ফ্রান্সে এবং তিনি কঙ্গীয় (গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র) বংশধর। [4][5] তিনি ফ্রান্সের কিশোর আন্তর্জাতিক দলের খেলোয়াড়।

খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান

৬ জানুয়ারী ২০১৯ পর্যন্ত হালনাগাদকৃত।[6]
ক্লাব মৌসুম লিগ কাপ লিগ কাপ বৈদেশিক অন্যান্য সর্বমোট
উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল
প্যারিস সেন্ট-জার্মেইন ২০১৫–১৬
২০১৬–১৭ ১৬
২০১৭–১৮ ২০২৭
২০১৮–১৯ ১৩১৬
খেলোয়াড়ী জীবনে সর্বমোট ৪৬৬৫

    তথ্যসূত্র

    1. "FIFA U-20 World Cup Korea Republic 2017: List of Players" (পিডিএফ)FIFA.com। Fédération Internationale de Football Association। ৯ জানুয়ারি ২০১৭। ২৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৮
    2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৪ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৯
    3. "PSG vs. Shakhtar Donetsk - 8 December 2015 - Soccerway"। soccerway.com। সংগ্রহের তারিখ ২০১৫-১২-০৯
    4. http://www.madeinfoot.com/infos/article-selection-ces-jeunes-pousses-du-psg-qui-ont-snobe-la-rd-congo-111018.html
    5. http://actualitesdesleopards-rdc.footeo.com/actualite/2015/11/09/christo-nkunku-jouer-pour-la-r-d-congo-pourquoi-pas.html
    6. "France - C. Nkunku - Profile with news, career statistics and history - Soccerway"। soccerway.com। সংগ্রহের তারিখ ২০১৫-১২-০৯

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.