ক্রিশ্চিয়ান এইকমেন

ক্রিশ্চিয়ান এইকমান (১১ আগস্ট ১৮৫৮ – ৫ নভেম্বর ১৯৩০) একজন শরীরতত্ত্ববীদ এবং অধ্যাপক ছিলেন, যিনি বেরিবেরি রোগ যে কম পুষ্টির জন্যে হয় তা আবিষ্কার করেছিলেন। পরবর্তীতে তিনি এবং স্যার ফেডেরিক হপকিন্স দুইজন মিলিত ভাবে শরীরতত্ত্ববিদ্যায় ভিটামিন আবিষ্কারের জন্য নোবেল পুরস্কারে ভূষিত হন।

ক্রিশ্চিয়ান এইকমেন
ক্রিশ্চিয়ান এইকমেন
জন্ম(১৮৫৮-০৮-১১)১১ আগস্ট ১৮৫৮
নিজকার্ক, নেদারল্যান্ড
মৃত্যু৫ নভেম্বর ১৯৩০(1930-11-05) (বয়স ৭২)
উটরেচ, নেদারল্যান্ড
জাতীয়তাডাচ
পরিচিতির কারণবেরিবেরি, ভিটামিন
পুরস্কারচিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯২৯)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রশরীরতত্ত্ববিদ্যা

জীবনী

প্রাথমিক জীবন ও শিক্ষা

ক্রিশ্চিয়ান এইকমেন ১৮৫৮ সালের ১১ আগস্ট জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান ছিল নেদারল্যান্ডের নিজকার্ক নামক একটি অঞ্চল। তিনি তার বাবা-মায়ের ৭ম সন্তান। তার পিতার নামও ক্রিশ্চিয়ান এইকমেন। পেশায় তিনি ছিলেন স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক।[1] তার মায়ের নাম জোহানা এলিডা পুল। তার বড় ভাই জোহান ফ্রেডেরিক এইকমেনও (১৮৫১-১৯১৫) একজন রসায়নবীদ।

ব্যক্তিগত জীবন

১৮৮৩ সালে এইকমেন আলটজে উইগেরি ভ্যান ইডেমা নামক এক মহিলাকে বিয়ে করেন। ১৮৮৬ সালে তিনি মারা যান। বাটাভিয়াতে অবস্থানকালীন, ১৮৮৮ সালে, এইকমেন বার্থা জুলিয়ে লুইস ভ্যান দের কেম্পকে বিয়ে করেন।[1] পিটার হেডরিক নামে তাদের একটি ছেলে হয়। তিনি ১৮৯০ সালে জন্মগ্রহণ করেন এবং পেশায় একজন শরীরতত্ত্ববীদ ছিলেন।

তথ্যসূত্র

  1. "ক্রিশচিয়ান এইকমেন"। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.